- মহানগরে (Kolkata) ডেঙ্গুর প্রকোপ
- ফিরহাদ হাকিম- দিলীপ ঘোষের বাকযুদ্ধ চরমে
- CPIM এর থেকে BJP পিছিয়ে বললেন মন্ত্রী ফিরহাদ
মহানগরে ডেঙ্গু প্রকোপ যেমন তেমনই চলছে ডেঙ্গু রাজনীতি। প্রশাসনের উদাসীনতার অভিযোগ তুলে বৃহস্পতিবার পুরসভা অভিযানের ডাক দিয়েছিল বিজেপি।অভিযানে আটক করা হয় অগ্নিমিত্রা পল সহ বিজেপি অন্যান্য নেতাদের। শাসক দলের বিরুদ্ধে তোপ দেগে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের কটাক্ষ, কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ডেঙ্গু মন্ত্রী।
দিলীপ ঘোষ বলেন, উনি হচ্ছেন ডেঙ্গু মিনিস্টার। যেদিন থেকে উনি কর্পোরেশনের মেয়র হয়েছেন ডেঙ্গু বেড়েই চলেছে। উনি খালি বিবৃতি দিয়ে দায়িত্ব শেষ করেন। করোনার চেয়ে ভয়াবহ পরিস্থিতি হয়েছে ডেঙ্গুর দ্বারা। ৪০ হাজার লোক সংক্রামিত আরও কতজন সংক্রামিত জানি না। হাসপাতাল না গেলে বোঝা যায় না, এই পরিস্থিতি কেন উনি খালি বিবৃতি দেবেন! কে কি করছে? যারা বিরোধী তারা তাদের কাজ করছে।
মেয়র ফিরহাদ হাকিম বলেন, সিপিএমের থেকে পিছিয়ে পড়ছে বিজেপি। সবটাই রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে হচ্ছে শুধুমাত্র কলকাতায় নয়, সারা বিশ্বে বেড়ে চলেছে ডেঙ্গুর দাপট।
স্বাস্থ্য দফতরের রিপোর্টে উঠে এসেছে চলতি বছরের জানুয়ারি থেকে গত ২ নভেম্বর পর্যন্ত রাজ্যে ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৫৭ জন। রিপোর্টে বলা হয়েছে, গত এক সপ্তাহে নতুন করে সংক্রমিত হয়েছেন ৫ হাজার ৩৯৬ জন। বিগত বছরের তুলনায় এবছরে নতুন রেকর্ড গড়েছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা।