Dilip Ghosh : বেআইনি নির্মাণ নিয়ে তৃণমূলকে তোপ দিলীপ ঘোষের

গার্ডেনরিচে বেআইনি বহুতল ভেড়ে পড়াকে কেন্দ্র করে বিজেপির আক্রমণের মুখে পড়তে হচ্ছে শাসকদলকে । বেআইনি নির্মাণ ভেঙে পড়ার পর সমস্ত দোষের ভার শুধুই তৃণমূলের উপর।…

Dilip Ghosh Dilip Ghosh : বেআইনি নির্মাণ নিয়ে তৃণমূলকে তোপ দিলীপ ঘোষের

গার্ডেনরিচে বেআইনি বহুতল ভেড়ে পড়াকে কেন্দ্র করে বিজেপির আক্রমণের মুখে পড়তে হচ্ছে শাসকদলকে । বেআইনি নির্মাণ ভেঙে পড়ার পর সমস্ত দোষের ভার শুধুই তৃণমূলের উপর। সেই দুর্ঘটনাকে কেন্দ্র করে চলছে রাজনীতি।এবার সেই ইস্যুকে কাজে লাগিয়ে শাসকদলকেই দোষারপ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ ।

তিনি বলেন-“খালি গার্ডেনরিচ নয়। গার্ডেনরিচের ঘটনা ঘটেছে বলে সবার দৃষ্টি গেছে। কলকাতায় এবং কলকাতার আশেপাশে জেলা শহরেও আজকাল একই রকম পরিস্থিতি। পুকুর বোজানো, বেআইনিভাবে বাড়ি তৈরি করা, অনুমতি না নেওয়া এমন ঘটছে। এই ধরনের ঘটনা যেখানে সেখানে ছোটখাটো ঘটে,এবার বড় হয়ে গেছে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে লুঠ-প্রোমোটিং রাজ চলছে। এর পরিণাম হচ্ছে অনেক প্রাণহানি। যখন-তখন দুর্ঘটনা ঘটতে পারে। সরকার সব জানে দায় কেউ নিচ্ছে না।”

   

তবে “সল্টলেকে বেআইনি নির্মাণ হয়তো কম আছে। কিন্তু কব্জা করে রাখা সরকারি জায়গা ইত্যাদি বহু জায়গা দখল করে বসে আছে। তার জন্য অসামাজিক কাজকর্ম কিছু হয়। এটা নিয়ে কেউ কেউ কিছু বলার চেষ্টা করেছে, তবে ওদের পার্টির থেকে গুরুত্ব দেওয়া হয়নি। এটা একটা এই সরকারের নীতি হয়ে গেছে। তার পার্টির নেতা-নেত্রীদের করে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে।”সব মিলিয়ে শাসক দলকে সকাল সকাল ভালোই তোপ দিলেন দিলীপ ঘোষ বলা যায়।