Kolkata: ডেঙ্গুতে কাঁপছে কলকাতা, ফের মৃত্যু

পুজোর মুখে আতঙ্ক বাড়াচ্ছে ডেঙ্গু। গত ৮ দিনের কলকাতা (Kolkata) শহরে ডেঙ্গু (Dengue) আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু। ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটলো দক্ষিণ…

dengue outbreak bengal

short-samachar

পুজোর মুখে আতঙ্ক বাড়াচ্ছে ডেঙ্গু। গত ৮ দিনের কলকাতা (Kolkata) শহরে ডেঙ্গু (Dengue) আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু। ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটলো দক্ষিণ দমদম পুরসভা এলাকায়। মৃতের নাম সংযুক্তা পাল (১২)। মতিঝিল গার্লস হাই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী। দমদম ২৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

   

পরিবার সূত্রে খবর প্রবল জ্বরে মঙ্গলবার ভিআইপি রোডের পাশে একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। বুধবার সকালে তার মৃত্যু হয়েছে। এই নিয়ে দক্ষিণ দমদমে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫ জন।

অন্যদিকে প্রসবের ৭ দিনের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রসূতির মৃত্যু হয়েছে। মৃতের নাম পায়েল নন্দী (৩৩)। বাঘাযতীনের বাসিন্দা শিক্ষকতা করতেন আনোয়ার শাহ রোডের বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে। পরিবার সূত্রে খবর, মাতৃসদন হাসপাতালে পুত্র সন্তান জন্ম দেওয়ার তিন দিনের মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হন পায়েল। বাঘাযতীনের বেসরকারি হাসপাতাল হয়ে ভর্তি করা হয় পিয়ারলেসে। সেখানেই তার মৃত্যু হয়। রাজ্য সরকারি মতে ডেঙ্গু আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু হলেও। বেসরকারি মতে এই সংখ্যা ৩৬। চলতি বছরের ১৩ ই সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৬৭ জন।

স্বাস্থ্য দফতর সূত্রে খবর ভাইরাসের চরিত্র বোঝার জন্য পজিটিভ রোগীদের নমুনা পাঠানো হয়েছিল নাইসেডে। নাইসেড সূত্রে খবর, আক্রান্তদের ৭০ শতাংশই DENV3 এবং ২৫ শতাংশ আক্রান্ত DENV2 তে।