Dengu:মরা মরশুমে ভয় ধরাচ্ছে ডেঙ্গি! সতর্ক করল স্বাস্থ্য ভবন

সবে মাত্র মে মাসের দ্বিতীয় সপ্তাহ, তার মধ্যেই মাথাচারা দিয়ে উঠল ডেঙ্গি। সূত্র মারফৎ জানা গিয়েছে যে আলিপুরদুয়ার জেলায় ৫২ জন ডেঙ্গি আক্রান্ত। ডেঙ্গি রুখতে…

Malaria death rate has returned to pre-COVID levels, says WHO

short-samachar

সবে মাত্র মে মাসের দ্বিতীয় সপ্তাহ, তার মধ্যেই মাথাচারা দিয়ে উঠল ডেঙ্গি। সূত্র মারফৎ জানা গিয়েছে যে আলিপুরদুয়ার জেলায় ৫২ জন ডেঙ্গি আক্রান্ত। ডেঙ্গি রুখতে তোড়জোড় শুরু করে দিয়েছে স্বাস্থ্য দফতর। শুধু তাই নয়, কালচিনির ব্লকের ৪৪ জন ডেঙ্গুতে আক্রান্ত।

   

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, কালচিনি ব্লকের ৩০ জন ডেঙ্গি আক্রান্তের নমুনা পরীক্ষা করার পর সেখানে ৩জনের মধ্যে ‘ডেন থ্রি’ ভ্যারিয়েন্টের সন্ধান মিলেছে। ফলে পূর্বের তুলনায় ডেঙ্গির তীব্রতা বেড়েছে। স্বাস্থ্য দফতরের মতে, দিন প্রতিদিন ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়লে এই ভেরিয়েন্ট পাল্টাতে থাকে। ডেঙ্গুর সব কয়েকটি ভেরিয়েন্টের মধ্যে সবচেয়ে ভয়ানক হলো ডেন থ্রী।

জানা গিয়েছে যে ঘন ঘন জ্বর আসা, মাথা ঘোরা, বমি, পায়খানা ইত্যাদির উপদ্রব লক্ষ্য করা গিয়েছে। স্বাস্থ্য দফতরের মতে, দিন প্রতিদিন ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়লে এই ভেরিয়েন্ট পাল্টাতে থাকে। এরূপ পরিস্থিতিতে বেশ কিছু ডেঙ্গি আক্রান্তকেই ভর্তি করতে হয় হাসপাতালে। এই ঘটনায় ডেঙ্গি নিয়ে চিন্তায় পড়েছেন স্বাস্থ্য দফতর ও কালচিনি ব্লক প্রশাসনের আধিকারিকরা।

প্রসঙ্গত গত বছরের ডেঙ্গি মারাত্মক ভাবে প্রভাব ফেলেছিল। মৃত্যুর সংখ্যাও ছুঁয়েছিল প্রায় প্রায় ১০০। কিন্তু সময়টা ছিল বর্ষার পরবর্তী সময়। তবে এই সময়ের অনেক  আগেই ডেঙ্গির এই প্রভাব বিস্তার মাথায় চিন্তার ভাঁজ ফেলেছে।