মহিলা আইএসএ অফিসারকে যৌন হেনস্থায় অভিযুক্ত চরণজিৎ সিংহের গ্রেফতারের দাবি

নিউজ ডেস্ক: চেয়ারে না বসতেই পঞ্জাবের নবনির্বাচিত মুখ্যমন্ত্রীকে চরণজিৎ সিংহ চান্নিকে গ্রেফতারের দাবি উঠল৷ তিন বছর আগের একটি মামলা তুলে এনে চরণজিৎ-এৎ বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায়…

Punjab Chief Minister-designate Charanjit Singh Channi

নিউজ ডেস্ক: চেয়ারে না বসতেই পঞ্জাবের নবনির্বাচিত মুখ্যমন্ত্রীকে চরণজিৎ সিংহ চান্নিকে গ্রেফতারের দাবি উঠল৷ তিন বছর আগের একটি মামলা তুলে এনে চরণজিৎ-এৎ বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় জোর দাবি করা হচ্ছে৷ এই নিয়ে রীতিমতো কোনঠাসা পঞ্জাব প্রদেশ কংগ্রেস৷

পঞ্জাবের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং পদত্যাগ করেন৷ পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে বেশ চাপানউতোর চলছিল৷কংগ্রেস হাইকমান্ডের বৈঠকে সিধু, জাখড়, সুখবিন্দর সিংহ রান্ধওয়া সহ বেশ কয়েকটি নাম উঠে এলেও শেষমেশ চরণজিৎ সিংয়ের নামেই সিলমোহর পড়ে৷ সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে রবিবার চরণজিৎ সিংহ চান্নিকে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করেন৷ আজ সোমবার তিনি রাজ্যপালের কাছে শপথ নেবেন৷

২০১৫ থেকে ২০১৬ সাল পর্যন্ত পঞ্জাব বিধানসভার বিরোধী দলনেতা ছিলেন তিনি। ৫৮ বছরের কংগ্রেস নেতা চামকৌর সাহিব থেকে তিনবার বিধায়কও হয়েছেন৷ ২০১৭ সালের মার্চ মাসে তিনি ক্যাপ্টেন অমরিন্দর সিংহর মন্ত্রিসভায় আসেন। রাজ্যেরে সর্বোচ্চ এই পদ পাওয়ার আগে রাজ্যের টেকনিক্যাল এডুকেশন দফতরের মন্ত্রী ছিলেন তিনি৷

রাজ্যের টেকনিক্যাল এডুকেশন দফতরের মন্ত্রী থাকাকালীন তাঁর বিরুদ্ধে ‘মি-টু’-এর অভিযোগ ওঠে৷ সেই সময় তিনি রাজ্যের এক মহিলা আইএএস অফিসারের সঙ্গে অভব্য আচরণ করেন বলেন অভিযোগ৷ মুখ্যমন্ত্রী পদে তাঁর নাম ঘোষণার পরেই সোশ্যাল মিডিয়ায় সেই পুরোনো মামলা তুলে আনা হয়েছে৷ সেই অভব্য আচরণের ছবি পোস্ট করে নেট নাগরিকরা #ArrestCharanjitChanni হ্যাশট্যাগ তৈরি করে তা ভাইরাল করেছে৷ সোমবার ১১ টায় চরণজিৎ শপথ নেবেন৷ তার আগে #ArrestCharanjitChanni ক্যাম্পেন বেশ জোরাল আকার নিয়েছে৷ ফলে চেয়ারে বসার আগেই চরম অস্বস্থিতে পড়েছে কংগ্রেস নেতৃত্বসহ খোদ চরণজিৎও৷