Garden Reach Building Collapsed: মৃতের সংখ্যা বেড়ে ৭, হাহাকার মানুষের

গার্ডেনরিচ বিপর্যয়কাণ্ডে (Garden Reach Building Collapsed) যত সময় এগোচ্ছে ততই যেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এবার এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭। বিধায়ক…

গার্ডেনরিচ বিপর্যয়কাণ্ডে (Garden Reach Building Collapsed) যত সময় এগোচ্ছে ততই যেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এবার এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭। বিধায়ক ফিরহাদ হাকিমের দুর্গ গার্ডেনরিচে ভেঙে পড়েছে এক নির্মীয়মাণ বহুতল। এই বহুতলটি একটি ঝুপড়ির ওপর ভেঙে পড়ে রবিবার মধ্যরাতে। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মেয়র ফিরহাদ হাকিম মেনে নিয়েছেন যে এলাকায় অবৈধভাবে নির্মাণকার্য চলছিল। এদিকে স্থানীয়দের মতে, পুকুর বুজিয়ে এভাবে বছরের পর বছর থেকে এলাকায় বেআইনিভাবে নির্মাণ কার্য চলছে, উঠছে একের পর এক বহুতল। এদিকে ধ্বংসস্তুপ থেকে ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। এখনও ধ্বংসস্তূপের ভিতর আটকে রয়েছে ছ’জন বলে খবর। কলকাতা পুরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডে গার্ডেনরিচের ফতেহপুর ব্যানার্জি পাড়া লেনটি যথেষ্ট ঘিঞ্ঝি, যে কারণে উদ্ধারকাজ চালাতে গিয়ে হিমশিম খাচ্ছেন উদ্ধারকারীরা।

এই বিষয়ে বিপর্যয় মোকাবিলা দলের এক কর্তা বলেন, ‘‘ভিতরে ছ’জন আটকে আছেন। এক জনের সঙ্গে কথা হচ্ছে। আর কেউ সাড়া দিচ্ছেন না।’’ দমকলের তরফে জানানো হয়, উদ্ধারকাজ ৮৫ শতাংশ হয়ে গিয়েছে। ঘিঞ্জি এলাকায় বহুতলটি এমন ভাবে ভেঙে পড়েছে, উদ্ধারে সময় লাগছে।’’

এদিকে আজ সোমবার সকালেই দুর্ঘটনার খবর পেয়ে অসুস্থ শরীরেই গার্ডেনরিচে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।