Monday, December 8, 2025
HomeWest BengalKolkata CityCyclone Alert: ৪৮ ঘণ্টার মধ্যে জন্ম নেবে মিগজাউম ঘূর্ণি

Cyclone Alert: ৪৮ ঘণ্টার মধ্যে জন্ম নেবে মিগজাউম ঘূর্ণি

- Advertisement -

বঙ্গোপসাগরের উপর তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় মিগজাউম। মৌসম ভবনের তরফে জানানো হয়েছে,  সম্ভাব্য ঘূর্ণিঝড় বা সাইক্লোনের (Cyclone Alert) প্রভাবে কয়েকটি জায়গায় প্রবল বৃষ্টি হবে। মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, দক্ষিণ আন্দামান সাগরের উপরে একটি বঙ্গোপসাগর অবস্থান করছে। যা পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। তারপর আগামী বৃহস্পতিবার সেটি গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে।

মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, গভীর নিম্নচাপে পরিণত হওয়ার ৪৮ ঘণ্টা পরে তা থেকে ঘূর্ণিঝড় তৈরি হবে। ২ ডিসেম্বরের মধ্যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপরে ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে। সেই সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে তেমন কোনও প্রভাব পড়বে না। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হলেও আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গের কোনও জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়নি। বুধবার থেকে রবিবার পর্যন্ত পশ্চিমবঙ্গের কোনও জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে।

   

বুধবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা ফের ২০ ডিগ্রির ঘরে ফিরে যাওয়ার সম্ভাবনা আছে। সেই সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গের ঠান্ডা বাড়বে না।  আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে যে আগামী পাঁচদিন রাজ্যের কোনও জেলায় তাপমাত্রার হেরফের হবে না।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular