পুজোর আগেই তেড়ে আসছে ঘূর্ণি তেজ

দুর্গাপুজোর আগেই আকাশের মুখ ভার হতে পারে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। পুজোর আগে রাজ্যে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়। তেজ নামের এই ঘূর্ণিঝড় অক্টোবরের প্রথম সপ্তাহেই আছড়ে পড়তে পারে বাংলায়। আর মাত্র হাতে গোনা কয়েকদিন তারপরেই দুর্গাপুজো। এর মধ্যে ঘরে ঘরে শুরু হয়েছে পূজোর কেনাকাটা তোড়জোর। তবে দুর্গার আগমনের আগেই যেন অশনির সংকেত। ধেয়ে আসছে এক বিশাল ঘূর্ণিঝড় তেজ।

পশ্চিমবঙ্গ ও অন্ধ্রপ্রদেশে পড়বে এই ঘূর্ণিঝড়ের প্রভাব। শরৎতের আকাশে পেজা তুলোর মত মেঘ জানান দিচ্ছে পুজো আসছে। চারিদিকে মাতোয়ারা কাশবন। চারিদিকে ভেসে বেড়াচ্ছে শিউলির গন্ধ। এই নীল আকাশ পুজোর আগে কালো মেঘে ঢেকে থাকবে বলে আগাম পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

   

পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। এই পূর্বাভাস অনুসারে সেপ্টেম্বরের শেষে কিংবা অক্টোবরের একেবারে শুরুতে বঙ্গোপসাগরে ঢোকার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের। যা ক্রমশ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে জানা গিয়েছে। ৪ থেকে ১০ অক্টোবরের মধ্যে ঘূর্ণি ঝড়টি ভূভাগে প্রবেশ করতে পারে বলে খবর। কোথা থেকে এবং কীভাবে প্রবেশ করবে তার স্পষ্ট জানা যায়নি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন