ব্রিগেড মিটিং রাজ্যের পরিচিত রাজনৈতিক কর্মসূচি। সরকারে থাকা অথবা শূন্য হয়ে যাওয়া CPIM তাদের রাজনৈতিক সমাবেশে লাখ লাখ সমর্থকের উপস্থিতি দেখাতে পারলেও গত কয়েকটি নির্বাচনে একেবারেই অস্তিত্বহীন। সংকট মোচনে এবার সিপিআইএমের নতুন কর্মসূচি মেয়েদের ব্রিগেড।
কলকাতার শহরতলী থেকে মফস্বলে ক্রমশ ছড়িয়ে পড়ছে মেয়েদের ব্রিগেড। প্রতিটি কর্মসূতিতেই মহিলাদের উপস্থিতি বেশ ভালো বলছেন বাম নেতৃত্ব। তৃণমূল শাসনে সিপিআইএমের এমন কর্মসূচিতে চমক। বিধানসভার বিরোধী দল বিজেপি এর আগে ‘মহিলা ব্রিগেড’ শুরু করেছিল। তবে দলীয় নেতাদের একাংশের দাবি সেই কর্মসূচি মুখ থুবড়ে পড়েছে।
বাম শিবিরের ‘মেয়েদের ব্রিগেড’ কর্মসূচি সামাজিক মাধ্যমে কৌতুহলের কেন্দ্র। হাওড়া, হুগলির ঘনবসতিপূর্ণ এলাকায় এমন ধরণের কর্মসূচি সফল বলে দাবি করেছেন সংশ্লিষ্ট এলাকার সিপিআইএম নেতৃত্ব।
তাদের দাবি, তৃণমূল শাসনে জননিরাপত্তা নেই। মহিলারা অসুরক্ষিত। কিশোরী-যুবতীসহ বিভিন্ন বয়সীদের জন্য আত্মরক্ষার বিভিন্ন কৌশল শেখানো, মহিলাদের জন্য পৃ়থক শৌচাগার নির্মাণ ও বিভিন্ন সামাজিক সুরক্ষার দাবি তুলে মেয়েদের ব্রিগেড চলছে।
সিপিআইএম নেতাদের দাবি, রাজ্যে বিগত বাম জমানায় জননিরাপত্তা ও মহিলাদের সুরক্ষা ছিল। তৃ়নমূল আমলে পরিস্থিতি ভয়াবহ। ধর্ষণ ও খুনের ঘটনাগুলো তারই প্রমাণ দেয়।
বাম নেতাদের আরও দাবি মেয়েদের ব্রিগেড কর্মসূচিতে মহিলারা এসে মমতা সরকারের দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে প্রকাশ্যে সরব হচ্ছেন।
রাজনৈতিক বিশ্লেষণে উঠে আসছে, আসন্ন বি়দানসভা নির্বাচনে নিজেদের শূন্য দশা কাটাতে মরিয়া রাজ্যের পূর্বতন শাসকদল সিপিআইএম। তৃণমূল সরকারের দুর্নীতিকে সামনে রেখে মেয়েদের মধ্যে বিশেষ প্রচার শুরু করেছে সিপিআইএম।