Ghosh Vs Ghosh: ২২ লাখি গাড়ি বিতর্কে শতরূপকে মানহানির নোটিশ পাঠালেন কুণাল

354
Kunal Ghosh and Shatarup Ghosh in a Controversy

২২ লাখের গাড়ি থেকে যে বিতর্কের শুরু তা গিয়ে ঠেকেছে ‘বাবা’-তে। এতেই মানহানির নোটিশ পেলেন সিপিআইএম নেতা শতরূপ ঘোষ (Shatarup Ghosh)।  আইনজীবী মারফত নোটিশ পাঠালেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)।

কুণাল ঘোষের অভিযোগ, সিপিআইএম নেতা দামী গাড়ি চড়েন। সেই গাড়ি কী করে কিনলেন তিনি। বিতর্কের সুচনা হয়েছিল এই ২২ লাখি গাড়ি থেকে। শতরূপ ঘোষ জবাবে বলেন এই গাড়ি বাবা কিনে দিয়েছেন। তবে তিনি কটাক্ষ করেন কুণাল ঘোষকে।

সিপিআইএম নেতা শতরূপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ তিনি কুণাল ঘোষের বিরুদ্ধে একাধিক অপমানজনক কথা বলেছেন। তিনি বলেন, হতে পারে কুণাল ঘোষের বাবার হয়তো কুণাল ঘোষ ছাড়াও অনামে বেনামে আরও এদিকে-ওদিকে সন্তান ছড়িয়ে ছিলেন। ওনার বাবা হয়তো যখন কিছু কিনতেন আমি জানি না, হতে পারে, ওনার প্রশ্ন শুনে মনে হচ্ছে, অফিসিয়াল আনঅফিসিয়াল, কোন সন্তানের নামে কিনবেন বুঝতে না পেরে নিজের নামেই কিনতেন। আমি জানি না উনি টেস্ট টিউব বেবি কিনা।

শতরূপ ঘোষের এই মন্তব্যের পর আইনি নোটিশ পাঠালেন কুণাল ঘোষ। শুধুমাত্র শতরূপ নয়, আইনি নোটিশ পাঠানো হয়েছে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু এবং সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকেও। কারণ, শতরূপ যখন সাংবাদিক সম্মেলন করছিলেন সেই সময় পার্টি অফিসে ছিলেন মহম্মদ সেলিম এবং বিমান বসু। অভিযোগ, ৪৮ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরেও তাঁরা কোনও প্রতিবাদ জানাননি। কুণাল ঘোষের তরফে অভিযোগ, ওঁরা এই কুৎসার সমর্থক ও পৃষ্ঠপোষক। আগামী ৭২ ঘন্টার মধ্যে জবাব চাওয়া হয়েছে শতরূপের কাছে।

শতরূপ ঘোষ জানিয়েছেন, এখনও অবধি কিছু পাইনি। মিডিয়ার মাধ্যমে শুনেছি। উনি পাঠান। দেখা হবে আদালতে। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে পাঠিয়েছিলেন। বেশিদূর এগোননি তিনি।