বৃহস্পতিবার সকালে লোকসভা ভোটের প্রচারে বেরিয়ে বাঁধা পেলেন দক্ষিণ কলকাতার সিপিএমের প্রার্থী সায়রা শাহ হালিম। সিপিএমের তরফে অভিযোগ করা হয় ভবানীপুর কেন্দ্রে তাঁদের কর্মী সমর্থকদের পুলিশি বাঁধার সম্মুখীন হতে হয়েছে। পুলিশের সঙ্গে বচসায় জড়ায় সিপিএমের কর্মীরা। সিপিএমের দক্ষিণ কলকাতার প্রার্থী সায়রা শাহ হালিম পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেয়।
পুলিশের তরফে জানা গিয়েছে, যে এলাকায় সিপিএম প্রচারে এসেছিল সেই এলাকায় ১৪৪ ধারা জারি আছে তাই সেখানেই প্রচার করার অনুমতি নেই। প্রসঙ্গত বৃহস্পতিবার সকালে লাল কর্মী সমর্থকরা যে এলাকায় প্রচারে গিয়েছিল সেই এলাকাতেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাস।
এই প্রসঙ্গে সিপিএমের প্রার্থীর বক্তব্য, ”পুলিশ ভয় পাচ্ছে। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করছিলাম। এটা কি কাশ্মীর? এটা বাংলা। কিসের জন্য এখানে ১৪৪ ধারা?” শুধু তাই নয়, এই বিষয়ে তিনি নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন বলে দাবি করেণ।