জেলে বন্দি পার্থ, বেহালায় ভোটের দাবিতে CPIM এর জনমত গঠনে সাড়া

দুর্নীতির মামলায় জেল খাটছেন বিধায়ক। এলাকার কাজকর্ম শিকেয় উঠেছে। এই পরিস্থিতিতে ফের ভোট চেয়ে জনমত গঠনে নামল (CPIM) সিপিআইএম। বাম জনমত আহ্বানে পড়ল সাড়া।

partha_arest

short-samachar

দুর্নীতির মামলায় জেল খাটছেন বিধায়ক। এলাকার কাজকর্ম শিকেয় উঠেছে। এই পরিস্থিতিতে ফের ভোট চেয়ে জনমত গঠনে নামল (CPIM) সিপিআইএম। বাম জনমত আহ্বানে পড়ল সাড়া।

   

নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল কংগ্রেস বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে জেলে রাখা হয়েছে। এক বছর হতে চলল সমস্ত রকম পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে বেহালার মানুষ। অবিলম্বে পার্থ চট্টোপাধ্যায়কে বিধায়ক পদ থেকে সরিয়ে পুনরায় নির্বাচনের দাবিতে সরব হয় বাম যুব নেতৃত্ব। রবিবার বেহালার LIC মোড়ে ক্যাম্প করে জনমত সংগ্রহ শুরু করা হয়।

বাম জনমত গঠনকে কটাক্ষ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, পার্থকে সিপিএম জিতিয়েছে।তিনি বলেন, পার্থকে জিতিয়েছে সিপিএম। ২০২১ সালের নির্বাচনে ওরা নো ভোট টু মমতা বলেনি। ওরা বলেছে নো ভোট টু বিজেপি। পার্থকে ইস্তফা দিতে হবে না। বিজেপিই পার্থকে সরাবে। আমরা পার্থকে সরাব।

পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতারের পর তাকে দলীয় সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু বিধায়ক পদে এখনও রয়েছেন পার্থ। তৃণমূল দাবি করছে দুর্নীতির প্রতি তারা জিরো টলারেন্স নীতি নিয়ে চলছে। সিপিআইএম নেতা কৌস্তভ চট্টোপাধ্যায় বলেন, মানুষ পরিষেবা পেতে কি জেলে যাবে? যারা টিভিতে বলছেন জিরো টলারেন্স তারা পদত্যাগ করাচ্ছেন না কেন বিধায়ককে? পাঁচ জন বিধায়ক ধরা পড়ে গেল। আমরা জানি ১০০ জন বিধায়কের নেতৃত্বে এই চুরি হয়েছে।