CPIM: মিলিটারি নামালেও সভা হবে ব্রিগেডে: সেলিম

রাজ্য জুড়ে চলা CPIM এর যুব-ছাত্রদের ‘ইনসাফ যাত্রা’ কলকাতায় ঢোকার পর দলটির রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের হুঙ্কার, ব্রিগেডে সমাবেশ করার অনুমতি না মিললেও ওইখানেই সভা…

MD Salim

রাজ্য জুড়ে চলা CPIM এর যুব-ছাত্রদের ‘ইনসাফ যাত্রা’ কলকাতায় ঢোকার পর দলটির রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের হুঙ্কার, ব্রিগেডে সমাবেশ করার অনুমতি না মিললেও ওইখানেই সভা হবে। পারলে মিলিটারি নামাক।

শনিবার সকালে সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের বিস্ফোরক ফেসবুক পোস্ট- ‘মিলিটারি নামালেও সভা হবে ওইদিন।’ তিনি আরও লিখেছেন, ‘ব্রিগেডে গীতাপাঠ, চন্ডীপাঠ হলেও যুবদের সভা করার অনুমতি মেলেনি। মিলিটারি নামালেও ৭ জানুয়ারি সভা হবে।’ এই পোস্ট মুহূর্তে রাজনৈতিক বিতর্ক তৈরি করে দেয়। ভাইরাল এই পোস্ট ঘিরে বাম কর্মী-সমর্থকরা উচ্ছাস শুরু করেন। তাদের কটাক্ষ করতে থাকেন তৃণমূল ও বিজেপি সমর্থকরা।

ব্রিগেডে একটি হিন্দুত্ববাদী সংগঠনের গীতাপাঠ অনুষ্ঠান ২৪ ডিসেম্বর। এই অনুষ্ঠানে আসার কথা বলেও পরে সফর বাতিল করেন প্রধানমন্ত্রী মোদী। তবে গীতাপাঠ সমাবেশ হবেই বলে জানান বঙ্গ বিজেপি নেতারা। আর সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের অভিযোগ, গীতাপাঠের অনুমতি দিলেও কর্মসংস্থান ও দুর্নীতি বিরোধী ইনসাফ সমাবেশের অনুমতি মিলছে না। অনুমতি না মিললেও ব্রিগেডে ৭ জানুয়ারি সমাবেশ হবেই।

শুক্রবার রাতে ইনসাফ যাত্রা কোচবিহার থেকে রাজ্য ঘুরে ৫০ তম দিনে কলকাতায় পৌঁছেছে। জেলায় জেলায় বাম যুবনেত্রী মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে চলা এই পদযাত্রার বিপুল জনসমাগম রাজনৈতিক মহলে তীব্র চর্চিত। রাজ্যের শাসক দল তৃ়ণমূল ও বিধানসভায় বিরোধী দল বিজেপির নেতৃত্ব স্বীকার করে নিয়েছেন সিপিআইএম যুবনেত্রী মীনাক্ষী মুখার্জির জনপ্রিয়তা। খোদ বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেছেন, মীনাক্ষীর জনপ্রিয়তা এ রাজ্যের প্রাক্তন বাম ছাত্র-যুব নেতা, শ্যামল চক্রবর্তী, সুভাষ চক্রবর্তী ও বুদ্ধদেব ভট্টাচার্যের থেকেও বেশি।

সিপিআইএম সূত্রের খবর,রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠকে স্থির হয় ব্রিগেড ময়দানে ঘোষিত সমাবেশ থেকে কোনওভাবেই পিছিয়ে আসা হবে না। মহম্মদ সেলিম বলেছেন, ‘‘তিন মাস আগেই যুবরা অনুমতি নিয়ে রেখেছিল। সব রকম প্রশাসনিক কাগজ তারা জমা দিয়েছে। এখন কলকাতা পুলিশকে দিয়ে বলানো হচ্ছে যে, ওই দিন মাঠ দেওয়া যাবে না।” তিনি হুঁশিয়ারি দেন মিলিটারি নামিয়েও সমাবেশ বন্ধ করা যাবে না।