CPIM: পার্থ চোরেদের গন্ডার, ভাণ্ডার আছে কালীঘাটে: মহম্মদ সেলিম

৫০০ দিন ধরে আন্দোলন করছেন শিক্ষক পদের জন্য যোগ্য চাকরি প্রার্থীরা৷ মুখ্যমন্ত্রীর বারবার প্রতিশ্রুতি দিলেও এখনও তা বাস্তবায়িত হয়নি৷ এর মধ্যে তৃণমূল কংগ্রেস মহাসচিব পার্থ…

CPIM leader Md salim

৫০০ দিন ধরে আন্দোলন করছেন শিক্ষক পদের জন্য যোগ্য চাকরি প্রার্থীরা৷ মুখ্যমন্ত্রীর বারবার প্রতিশ্রুতি দিলেও এখনও তা বাস্তবায়িত হয়নি৷ এর মধ্যে তৃণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও তার বান্ধবী অর্পিতাকে বিপুল বেআইনি সম্পদ জমা করার কারণে গ্রেফতার করেছে ইডি। বুধবার যখন চাকরি প্রার্থীর আন্দোলন পাঁচশ দিনে পড়ল তখনও অর্পিতার আরও একটি ফ্ল্যাট থেকে বিপুল টাকা বাজেয়াপ্ত করেছে ইডি। আর আন্দোলনকারীদের মঞ্চ থেকে (CPIM) সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বললেন, পার্থ চোরেদের গণ্ডার।

CPIM: পার্থ চোরেদের গন্ডার, ভাণ্ডার আছে কালীঘাটে: মহম্মদ সেলিম
বুধবার রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সরব হল সিপিআইএম সহ অন্যান্য বাম সংগঠন। ধর্মতলার জমায়েত থেকে রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন সিপিআই এমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি বলেন, শুনেছিলাম চোরের মায়ের বড় গলা৷ এখন দেখছি চোরের পিসির গলা আরও বড়৷ এই ছেলে মেয়েরা যারা শিক্ষক হত, যারা পড়াত তাঁদের বঞ্চিত করা হয়েছে৷

CPIM: পার্থ চোরেদের গন্ডার, ভাণ্ডার আছে কালীঘাটে: মহম্মদ সেলিম

সেলিম বললেন, ৫০০ দিন ধরে এরা ধর্না দিচ্ছে৷ এদের উপরে লাঠি চালিয়েছে, কাদানে গ্যাস ছুঁড়েছে এদের ধরে ধরে লালবাজারে এবং বিধান নগরে জমা দিয়েছে৷ আর মুখ্যমন্ত্রী নবান্নে বসে সিরিয়াল দেখেছেন, নাটক দেখছেন, ন্যাকামি করছেন। পুলিশ ধরে নিয়ে যাচ্ছেন তা জানতেন না? আদালতের অনুমতি নিয়ে আন্দোলন করতে হয়েছে৷

মুখ্যমন্ত্রী বিরুদ্ধে সুর চড়িয়ে ফের সেলিম বলেন, মুখ্যমন্ত্রী বলছেন পার্থদা এমন ছিল জানতাম না। যখন আরাবুল ইসলাম ভাঙড়ে গুন্ডা প্রিন্সিপালকে মেরেছিল তখন মমতা কি বলেছিলেন? এই পার্থ দেখ তো৷ তারপর উচ্চশিক্ষা মন্ত্রী বলেছিল, ও তো আমাদের দলের সম্পদ যে একসময়ে দলের সম্পদের সার্টিফিকেট দিত, আজ সে নাকি পিসি ভাইপোর আপদ হয়ে গেছে।

Advertisements

সরাসরি পার্থর বিরুদ্ধে তোপ দেগে সেলিমের মন্তব্য, সবাই চোর নয়। পার্থটা চোরেদের গন্ডার৷ ভান্ডারটা আছে কালীঘাটে। আমি গন্ডার কেন বললাম গন্ডার দেখতে বিশাল, চামড়া মোটা, নাকের দাম আছে, নাকতলা আছে৷ দিদির নাকের ডগায় চুরি করছিল তাহলে বলুন মহাসচিব নাকি মহাচোর উনি জানতেন না?

partha,money

তিনি আরও বলেন, একজন গন্ডার, তার একটা বান্ধবী তাতেই ২০ কোটি, ২১ কোটি, ২৬ কোটি৷ যেমন জালি ভোট, তেমন আসল নোট৷ ১ জন বান্ধবীর কাছে যদি ২৬ কোটি থাকে৷ তাহলে মদন, শোভন এরা বাকি রয়েছে৷ জলদাপাড়ায় গন্ডার কমলেও, কালীঘাটে গন্ডার কমেনি