Minakshi Mukherjee: শিক্ষক নিয়োগ দুর্নীতির প্রতিবাদ মিছিল থেকে ‘গ্রেফতার’ বাম নেত্রী মীনাক্ষী

রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতির প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ মিছিল থেকে গ্রেফতার করা হয়েছে সিপিআইএমের যুবনেত্রী (Minakshi Mukherjee) মীনাক্ষী মুখার্জিকে। তাঁকে নি:শর্ত মুক্তির দাবি জানিয়ে দলটির অফিসিয়াল…

রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতির প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ মিছিল থেকে গ্রেফতার করা হয়েছে সিপিআইএমের যুবনেত্রী (Minakshi Mukherjee) মীনাক্ষী মুখার্জিকে। তাঁকে নি:শর্ত মুক্তির দাবি জানিয়ে দলটির অফিসিয়াল ফেসবুকে বার্তা দেওয়া হলো।

যদিও পুলিশ মীনাক্ষী সহ বাকি বাম ছাত্র-যুব কর্মীদের আটক করেছে বলেই জানা যাচ্ছে। কিন্তু সিপিআইএমের অফিসিয়াল ফেসবুকে লেখা হয়েছে, “চোর ধরো, জেলে ভরো। SSC-TET দুর্নীতিতে যুক্ত তৃণমূলী নেতা মন্ত্রীদের শাস্তির দাবিতে, শিক্ষা ক্ষেত্রে সমস্ত শূন্যপদে স্বচ্ছ নিয়োগের দাবিতে বামপন্থী ছাত্রযুবদের অভিযানে পুলিশি হামলা। গ্রেপ্তার মীনাক্ষী মুখার্জি সহ কমরেডরা। অবিলম্বে নিঃশর্ত মুক্তি চাই।”

   

এর আগে হাওড়ার ছাত্র নেতা আনিস খানের রহস্যজনক মৃত্যুর সঠিক তদন্ত চেয়ে বিক্ষোভ মিছিল থেকে গ্রেফতার করা হয়েছিল মীনাক্ষী মুখার্জিকে। সেবার টানা ১৪দিন জেলে ছিলেন এই বাম নেত্রী।

শুক্রবার সিপিআইএমের ছাত্র ও যুব সংগঠনের তরফে সল্টলেকের করুণাময়ীতে বিক্ষোভ চলছিল। শিক্ষক নিয়োগে দুর্নীতির জেরে রাজ্য সরকারের বিরুদ্ধে এই বিক্ষোভ মিছিলে ছিলেন মীনাক্ষী মুখার্জি। পুলিশ মিছিল আটকে দেয়। মীনাক্ষী সহ বাকি বিক্ষোভকারীদের ঘিরে ধরে। শুরু হয় দুপক্ষের ধস্তাধস্তি। মিছিল থেকেই মীনাক্ষী সহ বাকি ১৭ জনকে আটক করা হয়েছে বলে পুলিশের দাবি।

মীনাক্ষী মুখার্জি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এতটাই নির্লজ্জ যে, এঁরা চোর পার্থ চট্টোপাধ্যায়, পরেশ অধিকারীদের স্যালুট করে আর আমাদের গ্রেফতার করে।  ‘পুলিশ রাজ’ চলছে বলে অভিযোগ তোলেন বিক্ষোভকারীদের কেউ কেউ।

এদিকে মীনাক্ষীকে পুলিশ নিয়ে যাচ্ছে এই ছবি সংবাদ মাধ্যমে সম্প্রচার হতেই রাজ্য জুড়ে সিপিআইএম সহ বিভিন্ন বাম দলগুলি প্রতিবাদে সরব হয়েছে। 

রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকারের আমলে শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত করছে সিবিআই। প্রাক্তন শিক্ষামন্ত্রী ও তৃণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে লাগাতার জেরা করেছে সিবিআই। জেরায় অনেক রাঘববোয়ালের নাম উঠে এসেছে। বেআইনি নিয়োগে বিপুল আর্থিক লেনদেনের তদন্তে নামছে ইডি। আর আদালতের নির্দেশে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা চাকরি থেকে বরখাস্ত ও যত বেতন তুলেছে অঙ্কিতা তা ফেরতের নির্দেশ দিয়েছে আদালত।