রবিবার রাসবিহারী প্রতাপাদিত্য রোডের সিপিআইএমের মার্কসীয় ও প্রগতিশীল সাহিত্য বিক্রয় কেন্দ্রে হামলা ও ভাঙচুর চালায় তৃণমূল দুষ্কৃতীদের হামলার অভিযোগ। প্রতিবাদে সোমবার বিকাল ৫ টায় রাসবিহারী এভিনিউ ও প্রতাপাদিত্য রোডের সংযোগস্থলে জমায়েত করে বাম নেতৃবৃন্দ। সেই সময় পুলিশ গ্রেফতার করে। এমনটাই অভিযোগ উঠেছে।
জানা গিয়েছে, প্রতিবাদী সভায় উপস্থিত ছিলেন, কল্লোল মজুমদার, রবীন দেব, গৌতম গাঙ্গুলি, বিশিষ্ট আইনজীবী বাম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য, পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়রা৷ মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। সকলকেই প্রিজন ভ্যানে করে তুলে নিয়ে যাওয়া হয়েছে৷
উৎসব উপলক্ষে কলকাতা শহরজুড়ে বুকস্টল দেওয়া হয়েছে বামেদের তরফে। একাধিক জায়গায় বুকস্টলে হামলা চালানোর অভিযোগ উঠেছে বাম তরফে৷ অভিযোগের তীর সরাসরি তৃণমূলের বিরুদ্ধে। সিপিআইএমের বক্তব্য, মানুষের কন্ঠরোধ করতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
পুলিশের সঙ্গে সরাসরি বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন সিপিআইএমের রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য।