CPIM: মুখ্যমন্ত্রীর দেওয়া ক্রোনোলজি মেনেই ভাইপোকে নোটিশ ইডির: সুজন চক্রবর্তী

তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি নোটিশ পাঠানো হবে তা জানতেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। তাঁর ক্রোনোলজি মেনেই সেই নোটিশ এসেছে। এমনই কটাক্ষ করলেন…

তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি নোটিশ পাঠানো হবে তা জানতেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। তাঁর ক্রোনোলজি মেনেই সেই নোটিশ এসেছে। এমনই কটাক্ষ করলেন সিপিআইএম (CPIM) নেতা সুজন চক্রবর্তী (Susan Chakraborty)। কয়লা কেলেঙ্কারি (Coal Scam) তদন্তে ফের অভিষেককে তলব করেছে ইডি।

শুক্রবার অভিষেককে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার জন্য বলা হয়েছে। সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি থেকে ইডির আধিকারিকরা আসছেন।

উল্লেখ্য, ২৯ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে সরাসরি কেন্দ্র সরকারের বিরুদ্ধে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, পার্থ চোর হলে আইনি বিচার হবে। কিন্তু কেষ্ট চোর, ববি চোর, অরূপ চোর, অভিষেক চোর, আমাকেও চোর বলছে। তিনি বলেন, আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় ভালো বক্তব্য রেখেছে। আগামী দিনে ওকেও নোটিশ পাঠানো হতে পারে। অভিষেকের বউকে নোটিশ পাঠিয়েছিল। এবার ২ বছরের বাচ্ছাটাকে নোটিশ দিতে পারে। আমি বলব ওকে নিয়ে যাস। চিনিয়ে রাখিস।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই আশঙ্কাকে সত্যি করে ফের কয়লা পাচারকাণ্ডে সমন পাঠানো হল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এদিকে অভিষেককে ইডি নোটিশ পাঠানোর খবরে রাজনৈতিক মহল গরম। মমতা বন্দ্যোপাধ্যায়ের আশঙ্কা সত্যি হলে তাঁর ভাইপো তথা সাংসদ অভিষেকের গ্রেফতারির সম্ভাবনা নিয়ে তীব্র আলোচনা চলছে।