HomeEntertainmentআরজি করে পৌঁছাতেই অপর্ণা সেনকে 'চটিচাটা' বলে কটাক্ষ

আরজি করে পৌঁছাতেই অপর্ণা সেনকে ‘চটিচাটা’ বলে কটাক্ষ

- Advertisement -

সোমবার একটি ইউটিউব চ্যানেলে প্রথম মুখ খুলেছিলেন অপর্ণা সেন (Aparna Sen)। তিনি আরজি কর কাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং কথা দিয়েছিলেন যে ছাত্রছাত্রীদের পাশে থাকবেন। সেই কথামতো মঙ্গলবার বিকেলে আরজি করে পৌঁছালে তাঁর দিকে ধেয়ে এলো তীব্র কটাক্ষ।

কেন প্রথমেই ‘অস্বাভাবিক মৃত্যু’? ধর্ষণ-কাণ্ডের কেস ডায়েরিতে চরম ক্ষুব্ধ প্রধান বিচারপতি!

   

মঙ্গলবার বিকালে শ্যামবাজার মোড় থেকে আরজি কর পর্যন্ত মিছিলের ডাক দিয়েছিলেন বিদ্বজ্জনেদের একাংশ। অপর্ণা সেই মিছিলের ডাকে অন্যতম স্বাক্ষরকারী। ‘শারীরিক অসুস্থতার কারণে’ তিনি মিছিলে না হেঁটে সরাসরি পৌঁছে যান আরজি করে। পৌঁছনো মাত্রই হাসপাতালের বাইরে উপস্থিত একাধিক ব্যক্তি তাঁকে লক্ষ্য করে ‘চটিচাটা বুদ্ধিজীবীরা দূর হটো’ স্লোগান দিতে শুরু করেন। মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তাঁকে চটিচাটা বলে কটাক্ষ করা আন্দোলনকারীরা সিপিএম সমর্থক বলে দাবি করেন। তাঁরা অপর্ণা সেন সম্পর্কে অভিযোগ করেন, ‘আসল সময়ে উনি কোথায় ছিলেন?’

ওডিশায় আক্রান্ত বাঙালি, প্রতিবাদে কলকাতায় উৎকল ভবনে বিক্ষোভ বাংলা পক্ষের

অপর্ণা সেন বলেন, ‘আমি কলকাতার এক জন নাগরিক হিসাবে এখানে এসেছি। আন্দোলনের যে দাবি, তার একশো শতাংশের সঙ্গে আমি একমত।’ পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন অভিনেত্রী। দাবি করেন, আরজি করে ধর্ষণ এবং খুনের ঘটনায় পুলিশি ভূমিকা নিয়েও তদন্ত হওয়া দরকার। এখানেই শেষ নয়, আন্দোলনকারীদের উদ্দেশে অপর্ণা বলেন, ‘আমার কণ্ঠ তোমাদের কণ্ঠস্বরের সঙ্গে মেলাতে এলাম। তোমাদের দাবির সঙ্গে আমি সম্পূর্ণ এক মত।’ একই সঙ্গে তিনি বলেন, ‘অপরাধীদের ধরতে পারলে তাদের কঠোর, কঠিন শাস্তির দাবি জানাচ্ছি।’

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular