Panchayat Election: রাজীব সিনহাকে নির্বাচন কমিশনারের দায়িত্ব ছাড়ার পরামর্শ আদালতের

পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) আগে রাজ্যের বিভিন্ন প্রান্তের অশান্তিতে ক্ষুব্ধ কলকাতা হাই কোর্ট। এত হিংসা হলে ভোট বন্ধ হয়ে যাওয়া উচিত, বলে মন্তব্য করেন বিচারপতি…

State Election Commission, report, confusion, Domjur-Kharagram, constituency, developments, actions

পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) আগে রাজ্যের বিভিন্ন প্রান্তের অশান্তিতে ক্ষুব্ধ কলকাতা হাই কোর্ট। এত হিংসা হলে ভোট বন্ধ হয়ে যাওয়া উচিত, বলে মন্তব্য করেন বিচারপতি অমৃতা সিনহা। মনোনয়ন জমা এবং প্রতীক পাওয়ার পরেও আশ্চর্যজনকভাবে রাজ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে উধাও হয়ে গিয়েছে ভাঙড়ের অন্ততপক্ষ ১৭ জন প্রার্থীর নাম। তাই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন সিপিএম প্রার্থীরা।

মামলাকারীদের দাবি, “১৯ জুন পর্যন্ত আমাদের নাম তালিকায় ছিল, হঠাৎ করে তা বাদ চলে গেল।” ওই মামলার পরিপ্রেক্ষিতে মন্তব্য করতে গিয়ে কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে অশান্তির ঘটনায় বিরক্তি প্রকাশ করেন।

   

তাঁর পর্যবেক্ষণ, “যদি একটা পঞ্চায়েত নির্বাচনে এত রক্তপাত, হিংসা, সংঘর্ষ হয় তাহলে এই নির্বাচন বন্ধ করে দেওয়া উচিত। এটা রাজ্যের পক্ষে লজ্জার। যদি আইনশৃঙ্খলার এই অবস্থা হয় যে প্রার্থীরা সময়মতো

মনোনয়ন পেশ করতে পারছেন না, তাহলে তাঁদের অতিরিক্ত সময় তো দিতেই হবে। আমার কাছে একাধিক মামলা আসছে। যেখানে দেখা যাচ্ছে মানুষদের মারধর করা হচ্ছে, ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। এসব কী?” এমনকি রাজীব সিনহাকে নির্বাচন কমিশনার দায়িত্ব ছাড়ার পরামর্শ দেয় আদালত।

রাজ্যের তরফে বলা হয় , “মাত্র ৮টি ব্লকে অশান্তি হয়েছে। বাকি শান্তিপূর্ণ।” ভর্ৎসনার পর ওই সিপিএম প্রার্থীদের নির্বাচনে লড়ার নির্দেশ দেন বিচারপতি সিনহা।