Partha Chatterjee: জেলেই থাকতে হবে পার্থকে, বললেন ‘কেউ ছাড় পাবে না’

ফের পার্থ চট্টোপাধ্যায় (Paetha Chattejee) ও অর্পিতার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ ব্যাঙ্কশাল আদালত। জেলে গিয়ে দুজনকেই জেরা করতে পারবে ইডি। নিয়োগ দুর্নীতির মামলায় এদের…

partha chatterjee

ফের পার্থ চট্টোপাধ্যায় (Paetha Chattejee) ও অর্পিতার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ ব্যাঙ্কশাল আদালত। জেলে গিয়ে দুজনকেই জেরা করতে পারবে ইডি। নিয়োগ দুর্নীতির মামলায় এদের দেওয়া তথ্যে আরও কয়েকজন নেতা ও মন্ত্রীর নাম জড়াবে বলে ইঙ্গিত ইডির।

শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতির মামলায় ব্যাঙ্কশাল আদালতে জামিনের জন্য আবেদন জানাতে এসে বিস্ফোরক মন্তব্য করেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, কেউ ছাড় পাবে না। কাদের উদ্দেশ্যে একথা বললেন প্রাক্তন মন্ত্রী। এই প্রশ্নে সরগরম রাজ্য। তৃণমূল কংগ্রেসও সরগরম। এর আগে তিনি বলেছিলেন সব ষড়যন্ত্র। সময় হলে সব বলব।

Partha Chatterjee: জেলেই থাকতে হবে পার্থকে, বললেন 'কেউ ছাড় পাবে না'

পার্থ চট্টোপাধ্যায়ের শরীরে ক্রিয়েটিনিনের পরিমাণও বেড়েছে। দ্রুত চিকিৎসা না হলে বিপদ বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। তাই জামিন চেয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা। কিন্তু আদালতের কাছে ইডির আইনজীবী বলেন, তিনি একজন প্রভাবশীল ব্যক্তি। তাই তথ্য বিকৃত করতে পারেন বলেই মনে করছে ইডি। তাই তাঁকে হেফাজতে নিতে চান ইডির অফিসাররা। পরে ইডি আবেদন মঞ্জুর করে আদালত।

Advertisements

Partha Chatterjee: জেলেই থাকতে হবে পার্থকে, বললেন 'কেউ ছাড় পাবে না'

ইডি সূত্রে খবর, পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখ্যোপাধ্যায়কে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে ইডি। এছাড়াও একাধিক দলে ভাগ হয়ে সারা রাজ্যজুড়ে অভিযানের পরিকল্পনা রয়েছে ইডির আধিকারিকরদের। তাই পার্থ চট্টোপাধ্যায়ের মন্তব্য ঘিরে চাঞ্চল্য শুরু হয়েছে।