West Bengal: দেদার কারচুপি একাদশ দ্বাদশের নিয়োগেও

এবার একাদশ, দ্বাদশেও ধরা পড়ল নিয়োগ দুর্নীতি। নম্বর কারচুপির তালিকা প্রকাশ খোদ স্কুল সার্ভিস কমিশনের। সুপ্রিম কোর্টের নির্দেশের যে ৯০৭ জনের তালিকা প্রকাশ করা হয়েছে…

এবার একাদশ, দ্বাদশেও ধরা পড়ল নিয়োগ দুর্নীতি। নম্বর কারচুপির তালিকা প্রকাশ খোদ স্কুল সার্ভিস কমিশনের। সুপ্রিম কোর্টের নির্দেশের যে ৯০৭ জনের তালিকা প্রকাশ করা হয়েছে তাতে নজরে এসেছে দেদার কারচুপি। এই ৯০৭ জনের মধ্যে ৭০০ জনেরও বেশি চাকরি প্রার্থী নিয়োগ পত্রও পেয়ে গিয়েছেন। এই তালিকাতেই নাম রয়েছে উত্তর দিনাজপুর জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি কবিতা বর্মনের।

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী স্কুল সার্ভিস কমিশন অফিসিয়াল সাইটে একটি তালিকা প্রকাশ করেছে। সেখানে রয়েছে ৯০৭ জনের নাম। এর মধ্যে ৭০০ জনের বেশি ইতিমধ্যে চাকরি করছে। এদের মধ্যে অনেকে রয়েছে বহু রাজনৈতিক ব্যক্তিত্ব। উদাহরণ স্বরূপ উত্তর দিনাজপুরের প্রাক্তন জেলা সভাধিপতি। অনেকে এমনও রয়েছেন যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি করছেন।

যে স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা নিয়ে যোগ্য প্রার্থীদের নিয়োগ করে সেই স্কুল সার্ভিস কমিশন এখন স্বীকার করছে যে ২০১৬ সালে ৫৭৫৭ জনকে একাদশ, দ্বাদশে চাকরি দেওয়া হয়েছিল তার মধ্যে ৯০৭ জনের নম্বর কারচুপি করে দেওয়া হয়েছে। মূলত যোগ্যদের রাস্তায় দাঁড় করিয়ে অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছে।

কয়েকটি ক্ষেত্রে এমনও হয়েছে যে ১ নম্বর বাড়ানো হয়েছে। আবার কোথাও ৫৫ নম্বরের পরীক্ষায় ৫০ নম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে এই গোটা ঘটনায় টাকা-পয়সার লেনদেন রয়েছে কিনা টাকা দিয়ে চাকরি দেওয়া হয়েছে কিনা এই বিষয়ে উঠছে যথেষ্ট প্রশ্ন।