চার রাজ্যের বিধানসভা নির্বাচনের গণনা চলছে, ফলপ্রকাশ আজ। সর্বশেষ ট্রেন্ড অনুযায়ী রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তীসগড়ে এগিয়ে রয়েছে গেরুয়া শিবির (BJP)। ভরাডুবি কংগ্রেসের। শুধু তেলেঙ্গানায় এগিয়ে কংগ্রেস। তিন রাজ্যে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের পরাজয় পরিষ্কার। কংগ্রেসের পরাজয়ের ছবি স্পষ্ট হতেই দলীয় নেতৃত্বকে আক্রমণ করলেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী। দুষলেন ইন্ডিয়া জোটকেও।
রবিবার দুপুরে এক ভিডিও বার্তায় কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী বলেন, চোর জোচ্চোরদের সঙ্গে এক মঞ্চে থাকলে কী অবস্থা হতে পারে তা টের পেল কংগ্রেস। জাতীয় স্তরে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের জোট কোনও ভাবেই মেনে নেবেন না বলে জানিয়ে দিয়েছেন কৌস্তভ। দলের সঙ্গে কৌস্তভের দূরত্ব বেশ অনেকদিন ধরেই বেড়ে গিয়েছে।
ভিডিও বার্তায় কৌস্তভ বলেন, “চোর জোচ্চোরদের সঙ্গে এক মঞ্চে থাকলে কী অবস্থা হতে পারে তা টের পেল কংগ্রেস। দুনিয়ার চোর এক হও-এর মতো একটা ব্যাপার করা হয়েছিল। প্রবাদ আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’।
কৌস্তভ আরও বলেন, “নিজে বলবান না হয়ে পরজীবী হয়ে থাকার যে মানসিকতা এটাই কংগ্রেসকে ডোবাচ্ছে। কংগ্রেস মুক্ত ভারত করার ক্ষেত্রে বিজেপির থেকে বেশি কৃতিত্ব আমাদের। নিজেরা বলবান না হয়ে পরজীবী হয়ে থাকার মানসিকতা যতদিন থাকবে ততদিন এই ভরাডুবি চলবে’।
৪ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা চলছে। রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিসগড়ে সরকার গড়ার পথে বিজেপি। রাজস্থান ও ছত্তিসগড়ে কংগ্রেসের হাত ছেকে ক্ষমতা ছিনিয়ে নিতে চলেছে বিজেপি। ছত্তিগড়ের জয় অপ্রত্যাশিত, এমনটাই মনে করছেন বিজেপি নেতারা। অপর দিকে তেলেঙ্গানায় বিআরএসের থেকে ক্ষমতা ছিনিয়ে নিতে চলেছে কংগ্রেস।
ফলাফলের নিরিখে আসন্ন লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন উঠছে বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।