রাজনৈতিক ছোটোলোক বলে অভিধানে নতুন কোনও ভাষা লিখতে হবে, কুণালকে আক্রমণ অধীরের

বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে কুণাল ঘোষের বিতর্কিত মন্তব্য নিয়ে এবার প্রতিক্রিয়া দিলেন অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। “রাজনৈতিক ছোটোলোক বলে অভিধানে নতুন কোনও ভাষা লিখতে…

রাজনৈতিক ছোটোলোক বলে অভিধানে নতুন কোনও ভাষা লিখতে হবে, কুণালকে আক্রমণ অধীরের

বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে কুণাল ঘোষের বিতর্কিত মন্তব্য নিয়ে এবার প্রতিক্রিয়া দিলেন অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। “রাজনৈতিক ছোটোলোক বলে অভিধানে নতুন কোনও ভাষা লিখতে হবে।“ বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh) মন্তব্য প্রসঙ্গে এইভাবে কড়া আক্রমণ শানালেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী।

শনিবার দুপুরে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন প্রাক্তন মুখ্যমন্ত্রী। দল-নির্বির্শেষে সকলেই তাঁর সুস্থতা কামনা করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সুস্থতা কামনা করে টুইট করেন। তবে বিতর্ক সৃষ্টি হয় তৃণমূল কংগ্রেস দলের মুখপাত্র কুণাল ঘোষের সোশ্যাল মিডিয়া পোস্টে। তিনি ফেসবুক পোস্টে লেখেন,”বুদ্ধবাবুর আরোগ্য আমিও চাই, উনি সুস্থ থাকুন; কিন্তু দয়া করে আদিখ্যেতার পোস্টে ওঁকে মহাপুরুষ বানাবেন না। উনি সিপিএম আর ওঁর ঔদ্ধত্যপূর্ণ ভুলে বহু ক্ষতি হয়েছে।“

Advertisements

কুণাল ঘোষের ফেসবুক মন্তব্যে সমালোচনার ঝড় ওঠে নানা মহলে। বুদ্ধবাবুকে নিয়ে তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষের করা ফেসবুক পোস্টের জবাবে সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বললেন স্কাউন্ড্রেল। ফেসবুকে কুণাল ঘোষের মন্তব্য নিয়ে সাংবাদিক প্রশ্ন করলে সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, “উনি পোস্ট পাচ্ছেন না বলে পোস্ট করছেন। রাজনীতিতে আনফর্চুনেটলি…আমি কোন পলিটিক্যাল কমেন্ট করতে চাইনি…কিন্তু আমি যখন থেকে দেখেছি, ছাত্র অবস্থায় আমি যখন থেকে রাজনীতি থেকে উৎসাহিত হয়েছি, পড়াশোনা করেছি, ইংরেজি ভাষায় সবসময় একটা শব্দ ঘোরাফেরা করে, পলিটিক্স সংক্রান্ত, পলিটিশিয়ান সংক্রান্ত, সেটা হচ্ছে স্কাউন্ড্রেল। কিন্তু বাংলা রাজনীতিতে বাংলা ভাষায় আমি তার সমঅর্থ খুঁজে পাইনি, উদাহরণও খুঁজে পাইনি। আপনারা যা বললেন পোস্ট করেছেন, এরপর আমি এর মানের উদাহরণটা বাংলা রাজনীতিতে খুঁজে পেলাম।“