পঞ্চায়েত সন্ত্রাস নিয়ে হাইকোর্টে অধীর

কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। পঞ্চায়েত ভোটে বাংলা জুড়ে শুধু রক্ত-বোমা-গুলি-খুন-মৃত্যু। বাংলা জুড়ে শুধুই ভোট সন্ত্রাস। এখনও অবধি মৃতের সংখ্যা…

panchayat clash2 পঞ্চায়েত সন্ত্রাস নিয়ে হাইকোর্টে অধীর

কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। পঞ্চায়েত ভোটে বাংলা জুড়ে শুধু রক্ত-বোমা-গুলি-খুন-মৃত্যু। বাংলা জুড়ে শুধুই ভোট সন্ত্রাস। এখনও অবধি মৃতের সংখ্যা ৩৭। এবার এই মর্মে আদালতের দ্বারস্থ অধীর রঞ্জন চৌধুরী।

গোটা রাজ্য জুড়ে যে সন্ত্রাস চলেছে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিক আদালত, এমনটাই আবেদন করা হয়েছে মামলায়।

   

বেলা ১২ টার সময় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর আবেদনের শুনানির সম্ভাবনা রয়েছে। বিচারপতি টি এস শিভগননম রাজ্যের অ্যাডভোকেট জেনারাল এবং রাজ্য নির্বাচন কমিশনকে নোটিস দিতে বলেন অধীরের আইনজীবীকে। আইনজীবীদের কর্মবিরতি থাকায় প্রয়োজনে তাঁরা ভার্চুয়াল শুনানি করতে পারেন বলে প্রধান বিচারপতি জানায়।

বদলায়নি বাংলার ভোটের ছবি। ভোট সন্ত্রাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৭। শনিবারের পর সোমবার ফের বাংলায় মৃত্যু মিছিল। সোমবার মোট ৬৯৬ টি বুথে পঞ্চায়েতের পনর্নিবাচন চলছে। ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৭ টা থেকে। শুরুটা শান্তিপূর্ণ হলেও বেলা বাড়তেই আসতে শুরু করেছে মৃত্যুর খবর। সন্ত্রাস বলিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ এ। (সকাল ১১ টা পর্যন্ত)।

গত ৮ জুলাই অর্থাৎ শনিবার ছিল পঞ্চায়েত ভোটের নির্বাচন তবে গোটা রাজ্য জুড়ে ভোট পর্বকালীন হিংসা, খুন, ভোট চুরির ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছিল বাংলা। বহু জায়গায় ভোট দিতে পারেনি অধিকাংশ মানুষ। আবার কোথাও ভোট দিলেও চুরি হয়েছে ব্যালট বক্স। চলেছে দেদার ছাপ্পা।

নির্বাচন কমিশনের নির্দেশে শুরু হয়েছে পঞ্চায়েত ভোটের পুর্ননির্বাচন।

রাজ্যে ৬৯৭টি আসনে ভোট হচ্ছে ফের। এ যেন মিনি পঞ্চায়েত ভোট! রাজ্য নির্বাচন কমিশন জানাচ্ছে সর্বাধিক আসনে পুনর্নির্বাচন হবে মুর্শিদাবাদ জেলায়। আর সর্বনিম্ন আসনে ফের ভোট হবে আলিপুরদুয়ারে। এক নজরে পুনর্নির্বাচন আসন ভিত্তিক জেলাগুলি:

মুর্শিদাবাদ ১৭৫
মালদহ ১১২
কোচবিহার ৫৩
নদিয়া ৮৯
কোচবিহার ৫৩
উত্তর ২৪ পরগনা ৪৬
দক্ষিণ ২৪ পরগনা ৩৬
পূর্ব মেদিনীপুর ৩১
হুগলি ২৯
দক্ষিণ দিনাজপুর ১৮
জলপাইগুড়ি ১৪
বীরভূম ১৪
পশ্চিম মেদিনীপুর ১০
বাঁকুড়া ৮
হাওড়া ৮
পশ্চিম বর্ধমান ৬
পুরুলিয়া ৪
পূর্ব বর্ধমান ৩
আলিপুরদুয়ার ১