কলকাতা: ভোট প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও সুষ্ঠু করতে শুক্রবার সর্বদল বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন। বৈঠকে রাজ্যের বুথ সংখ্যা বৃদ্ধি, হাইরাইজ বুথের বাস্তবায়ন এবং অন্যান্য ভোট সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।
বাড়ছে বুথের সংখ্যা
সূত্রের খবর, বর্তমানে রাজ্যে ৮০ হাজার ৬৮১টি বুথ রয়েছে। কমিশনের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী তা বেড়ে ৯৪ হাজার ৪৯৭টি হবে। অর্থাৎ, মোট ১৩ হাজার ৮১৬টি বুথ বাড়ানো হচ্ছে। বিশেষত যেসব বুথে ভোটার সংখ্যা ১২০০-এর বেশি, সেখানে নতুন বুথ স্থাপন করা হবে। এই প্রক্রিয়ায় অন্যান্য রাজনৈতিক দলের মতামত ও সুনির্দিষ্ট প্রস্তাব শুনে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
বৃহত্তর শহর কলকাতা এবং অন্যান্য শহরকে লক্ষ্য করে এবার ‘হাইরাইজ বুথ’ অর্থাৎ বহুতলভিত্তিক বুথ স্থাপনের পরিকল্পনা করছে কমিশন। মূলত যেসব বহুতলে ৪০০ বা তার বেশি বাসিন্দা থাকেন, সেখানে ভোটার সুবিধার জন্য নতুন বুথ খোলা হতে পারে। কলকাতার ভোটার সংখ্যার ক্রমবর্ধমানতা ও শহরে ভোটের হারের তুলনামূলক কমতা এই উদ্যোগের পেছনের মূল কারণ হিসেবে দেখানো হচ্ছে।
বিজেপি’র দাবি কী? commission called all party meeting
এছাড়া, জেলাস্তরে ভোট সংক্রান্ত পূর্ববর্তী বৈঠকে রাজনৈতিক দলগুলো কী প্রস্তাব করেছে, তা নিয়ে কমিশনও আলোচনা করবে। বিজেপির পক্ষ থেকে এমন দাবিও ওঠেছিল যে বুথগুলো এমন জায়গায় হওয়া উচিত যেখানে ভোটাররা সহজে পৌঁছাতে পারে। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে ভোটাররা বুথে পৌঁছার আগেই বাধার সম্মুখীন হন। এই সমস্যা এড়াতে কমিশন সর্বদল বৈঠকে বিস্তারিত আলোচনা করবে।
ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
Kolkata City: The Election Commission of West Bengal is holding an all-party meeting to discuss increasing the number of polling booths to 94,497 and introducing ‘high-rise booths’ in urban areas. This initiative aims to improve voter turnout and accessibility.