Kolkata Weather Update: আজ দক্ষিণবঙ্গের ৮ জেলায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস

নিউজ ডেস্ক, কলকাতা : সোমবারের থেকে তাপমাত্রা সামান্য বাড়লেও, মঙ্গলবারও কলকাতায় কনকনে শীতের দাপট থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এদিন শৈত্যপ্রবাহ চলবে, এমন আগাম সতর্কবার্তাও দিয়েছিল আবহাওয়া…

bengal-winter

নিউজ ডেস্ক, কলকাতা : সোমবারের থেকে তাপমাত্রা সামান্য বাড়লেও, মঙ্গলবারও কলকাতায় কনকনে শীতের দাপট থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এদিন শৈত্যপ্রবাহ চলবে, এমন আগাম সতর্কবার্তাও দিয়েছিল আবহাওয়া দফতর। গতকাল তাপমাত্রা ছিল ১১.২ ডিগ্রি সেলসিয়াস। আজ তা সামান্য বেড়ে ১১.৬ ডিগ্রি সেলসিয়াস হয়েছে। স্বাভাবিকের থেকে প্রায় ৫ ডিগ্রি কম রয়েছে তাপমাত্রা।

Advertisements

আবহাওয়া দফতরের তরফ থেকে রাজ্যের ১০ জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। তবে হাওয়া অফিস সূত্রে খবর, ২৪ ঘণ্টা পর থেকে তাপমাত্রা কিছুটা বাড়বে। রাজ্যের উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে আসা ঠাণ্ডা হাওয়ার জন্যই কনকনে ঠান্ডায় জবুথবু মহানগর ও পার্শ্ববর্তী জেলা।

   

তবে বুধবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়াই শুকনো থাকবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি ঠাণ্ডায় কাঁপছে উত্তরও। হিমালয়ের পাদদেশ এলাকায় আগামী ২দিন রাতের তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না বলেই জানানো হয়েছে। তবে উত্তর ও দক্ষিণবঙ্গে এরপর ৩ দিন তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

বাংলার বিভিন্ন জেলায় আরও কম তাপমাত্রা। পশ্চিমী ঝঞ্ঝা সরে যাওয়ায় হিমেল উত্তুরে হাওয়ার গতিপথ অবাধ। যার ফলে আরও নামবে তাপমাত্রা। উত্তরবঙ্গে দু-এক জায়গায় ঘন কুয়াশার সর্তকতা। সিকিম ও অরুণাচল প্রদেশের পার্বত্য এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হতে পারে তুষারপাতও। উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতে এর প্রভাব পড়বে। সান্দাকফুতে তুষারপাতের পূর্বাভাস রয়েছে।