Coal Scam: কয়লা পাচার মামলায় ‘সিবিআই গুহা’ এড়ালেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

কয়লা পাচারকাণ্ডে (Coal Scam) ক্যানিং পূর্বের তৃণমূল কংগ্রেস বিধায়ক শওকত মোল্লাকে জেরার জন্য তলব করেছে সিবিআই৷ শুক্রবার সকাল ১১ টায় হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর৷…

short-samachar

কয়লা পাচারকাণ্ডে (Coal Scam) ক্যানিং পূর্বের তৃণমূল কংগ্রেস বিধায়ক শওকত মোল্লাকে জেরার জন্য তলব করেছে সিবিআই৷ শুক্রবার সকাল ১১ টায় হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর৷ কিন্তু তিনি নিজাম প্যালেসে হাজিরা দিচ্ছেন না। ই মেইল মারফত সিবিআইকে জানিয়েছেন বিধায়ক।

   

সিবিআই কলকাতা আঞ্চলিক কার্যালয় নিজাম প্যালেসকে তৃণমূল কংগ্রেসের একাংশ নেতা সিবিআই গুহা বলে চিহ্নিত করেন।

বিধায়ক শওকত মোল্লার ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় শুক্রবার নিজাম প্যালেসে যাচ্ছেন না বলে ই-মেইল মারফত সিবিআইকে জানিয়েছেন তিনি।তবে সিবিআইয়ের দফতরে উপস্থিত হবেন শওকত মোল্লার আইনজীবী। তিনিই কথা বলবেন।

সিবিআইয়ের কাছ থেকে ১৫ দিনের অতিরিক্ত সময় চেয়েছেন ক্যানিং পূর্বের বিধায়ক। ১৫ দিন পর সিবিআই ডাকলে হাজিরা দেবেন বলেও জানিয়েছেন তিনি।

সিবিআই সূত্রে খবর, কয়লা পাচারকাণ্ডে যে আর্থিক লেনদেন হয়েছে, সেই আর্থিক লেনদেনের সঙ্গে শওকত মোল্লা যুক্ত কি না, সেটা খতিয়ে দেখা হচ্ছে। তাই শওকতের ব্যাঙ্ক স্টেটমেন্ট চাওয়া হয়েছে। বিধায়কের নামে কোনও কোম্পানি থাকলে তার নথি চেয়ে পাঠিয়েছে সিবিআই।

কয়লা পাচার তদন্তে নেমে বিভিন্ন সাক্ষীদের বয়ান সিবিআইয়ের হাতে উঠে এসেছে সেখান থেকেই জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই এই সিবিআই তলব বলে কটাক্ষ করেছিলেন শওকত মোল্লা।