Coal Scam: অভিষেকের জন্য রাতভর তৈরি হল প্রশ্ন, ফের ইডি জেরা

কয়লা পাচার (Coal Scam) মামলায় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) তলব করেছে (ED) ইডি৷ কয়লা পাচার মামলায় ইডির তলব নতুন কিছু নয়।…

Mamata Banerjee and Abhishek Banerjee at a political rally

কয়লা পাচার (Coal Scam) মামলায় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) তলব করেছে (ED) ইডি৷ কয়লা পাচার মামলায় ইডির তলব নতুন কিছু নয়। এর আগে দিল্লিতে ইডির সদর দফতরে হাজিরা দিয়েছেন তিনি। এবার এবারের প্রেক্ষাপট আলাদা। কলকাতায় জেরা করতে রাতভর অভিষেকের জন্য দীর্ঘ প্রশ্নের তালিকা তৈরি করলেন ইডির আধিকারিকরা৷

ইডি সূত্রে খবর, কয়লা পাচার তদন্তে নেমে একাধিক তথ্য ও প্রমাণ মিলেছে। সেখানে উঠে এসেছে লালার লাল ডায়েরির প্রসঙ্গ। সেই ডায়েরিতে টাকা লেনদেনের বিষয়েও উল্লেখ রয়েছে। সেবিষয়েও অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারী অফিসাররা। গত দুই দফায় দীর্ঘ সময় ধরে জেরা করা হয় অভিষেককে৷

Coal Scam: অভিষেকের জন্য রাতভর তৈরি হল প্রশ্ন, ফের ইডি জেরা

Advertisements

কলকাতায় জিজ্ঞাসাবাদের জন্য আইনি কসরত করতে হয়েছে অভিষেককে। কেন কলকাতায় জিজ্ঞাসাবাদে রাজি, এর পক্ষে একাধিক যুক্তি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রুজিরা বন্দ্যোপাধ্যায়। সেই জটিলতা কাটিয়ে উপস্থিত হবেন তিনি। তার আগে বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে গিয়ে পরিবেশ পরিস্থিতি দেখে এলেন তাঁর প্রোটোকল অফিসার। সঙ্গে ছিলেন বিধাননগর পূর্ব থানার পুলিশ আধিকারিকরা।

শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, কয়লা পাচার মামলায় অভিষেকের শ্যালিকা মেনকা গম্ভীরকে তলব করেছিল ইডি। একাধিক আইপিএস অফিসারদের তলব করা হয়েছে। ইডির প্রশ্নের মুখোমুখি হতে চলেছেন আইনমন্ত্রী মলয় ঘটক৷