HomeKolkata CityCoal Scam: দীর্ঘ জেরা হবে মমতা পরিবারের বৌমা রুজিরার, কয়লা কেলেঙ্কারির সূত্র...

Coal Scam: দীর্ঘ জেরা হবে মমতা পরিবারের বৌমা রুজিরার, কয়লা কেলেঙ্কারির সূত্র সন্ধানে ইডি

- Advertisement -

প্রশ্নপত্র তৈরি। ইডি গোয়েন্দারা প্রস্তুত। তৃ়ণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে (Rujira Banerjee) কয়লা কেলেঙ্কারির (coal scam) বিষয়ে দীর্ঘ জেরা করার সবদিক খতিয়ে দেখে নিয়েছেন অফিসাররা। বৃহস্পতিবার ইডি দফতরে হাজিরা দেবেন মুখ্যমন্ত্রী মমতা পরিবারের বধু রুজিরা বন্দ্যোপাধ্যায়।

কয়লা কেলেঙ্কারির তদন্তে ফের কেন্দ্রীয় এজেন্সির মুখোমুখি রুজিরা। তাঁর দুবাই যাত্রা আটকে দেওয়া হয়েছে। কলকাতা বিমানবন্দর থেকে ফেরত পাঠানোর পরপরই ইডি নোটিশ পান রুজিরা।

কয়লা কেলেঙ্কারির সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে রুজিরাকে একাধিক প্রশ্নের মুখে পড়তে হতে পারে। তেমনই তার থাইল্যান্ডের অ্যাকাউন্ট টাকা জমা পড়ার বিষয়ে তথ্য নেবেন ইডি অফিসাররা। এছাড়াও রুজিরার বোন মেনকার লন্ডনের ব্যাংক অ্যাকাউন্ট নিয়েও প্রশ্ন থাকবে। স্বামী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত অ্যাকাউন্ট নিয়েও প্রশ্ন থাকছে।

দীর্ঘ জেরা হবে বলেই ইডি ইঙ্গিত দিয়েছে। রুজিরার পারিবারিক বিভিন্ন বিষয় নিয়েও থাকছে একাধিক প্রশ্ন। ইডি মনে করছে রুজিরার বয়ানে এমন কিছু তথ্য মিলতে পারে যার ভিত্তিতে কয়লা কেলেঙ্কারির সূত্র মিলবে। সেই সূত্র সন্ধানে মরিয়া কেন্দ্রীয় আর্থিক তদন্তকারী সংস্থা।

সর্বশেষ সংবাদ শিরোনাম

এই সংক্রান্ত আরও সংবাদ