Monday, December 8, 2025
HomeWest BengalKolkata City'আমাকে দেখে হাত নাড়লেন', বুদ্ধবাবুকে দেখে এসে বললেন মমতা

‘আমাকে দেখে হাত নাড়লেন’, বুদ্ধবাবুকে দেখে এসে বললেন মমতা

- Advertisement -

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী। বিকেল ৪ টে নাগাদ উডল্যান্ডস হাসপাতালে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে হাসপাতালের ৫১৬ নম্বর কেবিনে যেখানে বুদ্ধদেব ভট্টাচার্যের চিকিৎসা চলছে, দেখতে যান মুখ্যমন্ত্রী।

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে চিকিৎসার দায়িত্বে থাকা মেডিক্যাল টিমের সদস্যদের সঙ্গেও কথা বলেন তিনি। মিনিট দশেক হাসপাতালে থাকার পর বেরিয়ে আসেন। মুখ্যমন্ত্রী জানান, ‘আমাকে হাত নাড়লেন। উনি আগের থেকে অনেকটা ভাল আছেন। চিকিৎসরা সবসময় ওঁর খেয়াল রাখছেন। স্থিতিশীল আছেন। ‘

   

মিনিট দশেক হাসপাতালে থাকার পর বেরিয়ে এসে প্রাক্তন মুখ্যমন্ত্রীর শরীর নিয়ে স্বস্তির খবর দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একযুগ আগে বুদ্ধদেব ভট্টাচার্য পরাজিত হন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের কাছে। তারপর তিনি রাজনীতি থেতে নিজেকে দূরে সরিয়ে নেন।

এবার বুদ্ধবাবু অসুস্থ হওয়ার পর তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ লিখেছেন, ,”বুদ্ধবাবুর আরোগ্য আমিও চাই, উনি সুস্থ থাকুন; কিন্তু দয়া করে আদিখ্যেতার পোস্টে ওঁকে মহাপুরুষ বানাবেন না। উনি সিপিএম আর ওঁর ঔদ্ধত্যপূর্ণ ভুলে বহু ক্ষতি হয়েছে।“ এর জেরে বিতর্ক চলছে।

সোমবার হাসপাতাল থেকে বেরিয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, উনি পোস্ট পাচ্ছেন না বলে পোস্ট করছেন। ইংরেজি ভাষায় সবসময় একটা শব্দ ঘোরাফেরা করে, পলিটিক্স সংক্রান্ত, পলিটিশিয়ান সংক্রান্ত, সেটা হচ্ছে স্কাউন্ড্রেল। কিন্তু বাংলা রাজনীতিতে বাংলা ভাষায় আমি তার সমঅর্থ খুঁজে পাইনি, উদাহরণও খুঁজে পাইনি। আপনারা যা বললেন পোস্ট করেছেন, এরপর আমি এর মানের উদাহরণটা বাংলা রাজনীতিতে খুঁজে পেলাম।

শনিবার দুপুরে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন প্রাক্তন মুখ্যমন্ত্রী। দল-নির্বির্শেষে সকলেই তাঁর সুস্থতা কামনা করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সুস্থতা কামনা করে টুইট করেন। তবে বিতর্ক সৃষ্টি হয় তৃণমূল কংগ্রেস দলের মুখপাত্র কুণাল ঘোষের পোস্ট নিয়ে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular