‘এক দেশ এক ভোট’ বৈঠকে যোগ দিতে সন্ধ্যায় দিল্লি যাত্রা মুখ্যমন্ত্রীর

আজ সন্ধ্যার উড়ানে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল তিনি যোগ দেবেন ‘এক দেশ এক ভোট’ (One Nation One Election) সংক্রান্ত বৈঠকে। দিল্লি সফরের কথা…

CM Mamata Banerjee

আজ সন্ধ্যার উড়ানে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল তিনি যোগ দেবেন ‘এক দেশ এক ভোট’ (One Nation One Election) সংক্রান্ত বৈঠকে। দিল্লি সফরের কথা তৃণমূলের ধরনা মঞ্চ থেকে তিনি আগেই জানিয়েছিলেন ‘এক দেশ এক ভোট’ সংক্রান্ত বৈঠকে ভোট দিতে তার দিল্লি যাত্রা। ‘এক দেশ এক ভোট’ বিষয় নিয়ে তার বিরোধী অবস্থান তিনি আগেই স্পষ্ট করেছেন। এবার এই বৈঠকে তিনি যোগ দিতে চলেছেন।

আগামীকাল দুপুর ২ টোর সময় বৈঠক ডাকা হয়েছে। যে কমিটি গঠন করা হয়েছে তার নেতৃত্বে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ রয়েছেন। সেই কমিটিই বৈঠক ডেকেছে। সমস্ত রজনৈতিক দলের বক্তব্যের পাশাপাশি মুখ্যমন্ত্রীদেরকেও বৈঠকে ডাকা হয়েছে। এই বৈঠকে অংশ নিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সোমবার দিল্লিতে যাচ্ছেন। আগামীকাল দুপুর ২টোর সময় সেই বৈঠক এবং বৈঠকের পর তিনি কলকাতায় আবার ফিরে আসবেন।

সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর মতামত জানিয়ে চিঠি দিয়েছিলেন। সেই সময় সমস্ত রাজনৈতিক দলের কাছ থেকে জানতে চাওয়া হয়েছিল সকলের কী মত। সেখানেই পরিষ্কারভাবে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে এই ব্যপারে তাঁর আপত্তি রয়েছে। বিভিন্ন জনসভা থেকেও বক্তব্য রেখেছেন যেখানে তিনি বলেছেন যে এই ‘এক দেশ এক ভোট’ বা একসঙ্গে সমস্ত ভোট, অর্থাৎ বিধানসভা, লোকসভার ভোট একসঙ্গে হবে, এটা কোনও অবস্থাতেই মেনে নেওয়া যায়না। তাতে কী কী সমস্যা হতে পারে একথাও তিনি পরিষ্কার ভাবে বলেছিলেন যে কোথাও যদি সংখ্যাগরিষ্ঠতা না থাকে সেক্ষেত্রে কী হবে। এই ধরনের সমস্যাগুলি আসতে পারে বলে তিনি মনে করেছিলেন। আগামীকাল বৈঠকে তিনি এই বিষয়টা পরিষ্কারভাবেই জানাবেন।

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই বিষয়ে বলেন, “একজন মুখ্যমন্ত্রী জানাতেই পারেন, তাঁর সেই অধিকার আছে। অন্যান্য মুখ্যমন্ত্রীরা তাদের মতামত জানাবেন। উনি না বলবেন, হেমন্ত দা হ্যাঁ বলবেন। ওনারটা নাল অ্যান্ড ভোয়েড (null and void) হয়ে গেল। তো আউট হয়ে গেলেন। অন্য মুখ্যমন্ত্রীরা যেরম বলার বলবেন, সবার মতামত নিয়ে সিদ্ধান্ত হবে। তবে আগামীকাল মিটিং আছে দুপুর ২টোয়। মুখ্যমন্ত্রী আজকে সন্ধ্যাবেলায় পৌঁছে যাচ্ছেন দিল্লি, সেটা একটু চিন্তার বিষয়।“