Independence day: রেড রোর্ডে স্বাধীনতা দিবস পালন করল রাজ্য

স্বাধীনতা দিবসের (Independence day) ৭৫ বছর উপলক্ষে জমজমাট হয়ে উঠেছিল কলকাতার রেড রোড। এদিন জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন রেড…

স্বাধীনতা দিবসের (Independence day) ৭৫ বছর উপলক্ষে জমজমাট হয়ে উঠেছিল কলকাতার রেড রোড। এদিন জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

এদিন রেড রোডের কুচকাওয়াজে দুর্গাপুজোর ট্যাবলোর দেখা মেলে। সেইসঙ্গে এদিন আদিবাসীদের সঙ্গে নাচের তালে মেতে ওঠেন স্বয়ং মুখ্যমন্ত্রীও।

   

এছাড়া  আকাশ থেকে হেলিকপ্টারে করে পুষ্পবৃষ্টি করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘গার্ড অব অনার’ সম্মানেও সম্মানিত করা হয়। একই সঙ্গে ট্যাবলো প্রদর্শনের সময় মুখ্যমন্ত্রীর কণ্ঠে শোনা যায় স্তোত্রপাঠও।

এদিনের ট্যাবলোতে ছিল লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, সবুজ সাথী, দুয়ারে রেশনের মতো প্রকল্পের ট্যাবলো। অন্যদিকে এদিন প্রথা ভেঙে মঞ্চ থেকে নেমে এসে আদিবাসীদের সঙ্গে নাচতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে।