দাঙ্গাবাজদের সমর্থন করছে মমতার সরকার: সুকান্ত মজুমদার

হিন্দুত্ববাদী নেত্রী নূপুর শর্মা টিভি চ্যানেলে হজরত মহম্মদের সমালোচনা করান হিংসাত্মক পরিস্থিতি তৈরি দেশের বিভিন্ন স্থানে। এ রাজ্যের হাওড়া ও মুর্শিদাবাদের কিছু অংশে বন্ধ ইন্টারনেট,জারি…

Sukanta Majumdar

হিন্দুত্ববাদী নেত্রী নূপুর শর্মা টিভি চ্যানেলে হজরত মহম্মদের সমালোচনা করান হিংসাত্মক পরিস্থিতি তৈরি দেশের বিভিন্ন স্থানে। এ রাজ্যের হাওড়া ও মুর্শিদাবাদের কিছু অংশে বন্ধ ইন্টারনেট,জারি ১৪৪ ধারা। এর প্রেক্ষিতে বিজেপি রাজ্য সভাপতি সুকাম্ত মজুমদার (Sukanta Majumdar) বললেন, মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) উদাসীনতার কারণেই মানুষকে ভুগতে হয়েছে। দাঙ্গাবাজদের সমর্থন করছে এই সরকার।

হাওড়ার দলীয় কার্যালয়ে হামলার য প্রতিবাদে রবিবার মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে ধর্না থেকে রাজ্য বিজেপি সভাপতি সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দেগেছেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী ইচ্ছে করে কোনও কিছু নিয়ন্ত্রণ করেননি। আমাদের কাছে খবর রয়েছে ওনার ডিএম, এসপি সকলেই চেয়েছিল পদক্ষেপ নিতে। এবং আইজিকে এসপি বলেছিলেন আমি আধঘন্টার মধ্যে সমস্ত কিছু নিয়ন্ত্রণে আনতে পারি। শুধুমাত্র আপনাদের নির্দেশ দরকার। কিন্তু মাননীয়া মুখ্যমন্ত্রী সেই নির্দেশ দেয়নি। পরবর্তী সময় সেই এসপিদের বলির পাঁঠা করা হয়েছে। আসলে নজর ঘোরানোর চেষ্টা করা হচ্ছে।

   

সুকান্ত মজুমদার বলেন, রাজ্যে আইনশৃঙ্খলা একেবারে ধ্বংস হয়ে গেছে। পুলিশ প্রশাসন এদের হাতে নিজেদের আত্মসমর্পণ করেছে দাঙ্গাবাজদের হাতে। কোনরকম পদক্ষেপ নেওয়ার ক্ষমতা পুলিশের নেই। পুলিশ আসলে ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দার। পুলিশকে কেন রেখেছে? এরা যে কোনও সময় আক্রমণের শিকার হতে পারে। যেরকম ডোমজুড়ে হয়েছে।