Ration Scam: দেবী কালীর সামনেই মমতা শুনলেন মন্ত্রী বালু জেলে যাবে

বাড়ির কালীপূজা। মু়খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকাল থেকে নিষ্ঠা সহ পূজায় ব্যাস্ত। বেলা গড়িয়ে তাঁর কাথে খবর এলো মন্ত্রিসভার সদস্য বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের জেল হেফাজত হয়েছে।…

Ration Scam: দেবী কালীর সামনেই মমতা শুনলেন মন্ত্রী বালু জেলে যাবে

বাড়ির কালীপূজা। মু়খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকাল থেকে নিষ্ঠা সহ পূজায় ব্যাস্ত। বেলা গড়িয়ে তাঁর কাথে খবর এলো মন্ত্রিসভার সদস্য বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের জেল হেফাজত হয়েছে। রেশন দুর্নীতিতে ধৃত মন্ত্রীকে এদিন ব্যাঙ্কশাল আদালত জেল হেফাজতের নির্দেশ দেয়। এই খবর প্রশাসনিক স্তরে বাড়িতেই পান মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, কালীপূজায় ব্যাস্ত মমতা মুহূর্তে গম্ভীর হয়ে যান। তবে তিনি পূজার সব রীতি মেনে যাবতীয় সবকিছু পালন করেছেন।

মন্ত্রিসভা থেকে জ্যোতিপ্রিয় মল্লিককে সরাবেন মুখ্যমন্ত্রী? তৃণমূল মহলের গুঞ্জন, জলদি এমন সিদ্ধান্ত নিতে চলেছেন তিনি। দীর্ঘ দিনের রাজনৈতিক সহযোগী ‘বালু’ জেলে যাবে এমনটা আগেই আঁচ করেছিলেন মমতা। পরিস্থিতি অনুযায়ী তিনি বন দফতরের ভার দিয়েছেন ঝাড়গ্রামের বিধায়ক বীরবাহা হাঁসদাকে। তাঁকেই মন্ত্রিসভায় আনা হতে পারে বলে তৃণমূল মহলে আলোচনা।

রাজ্যে বিগত বাম জমানায় দুর্নীতির অভিযোগে ইডি বা সিবিআই তদন্তের মুখে কোনও মন্ত্রীকে পড়তে হয়নি। বাম আমলের কোনও মন্ত্রী জেলে যাননি। তবে তৃণমূল আমলে জোড়া মন্ত্রীর জেল হলো। শিক্ষা দফতরের দুর্নীতির তদন্তে শিক্ষামন্ত্রী থাকাকালীন পার্থ চট্টোপাধ্যায় জেলে গেছিলেন। তাঁকে দলীয় মহাসচিব পদ ও মন্ত্রিসভা থেকে সরিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা। পার্থ এখনও জেলে। এবার রেশন দুর্নীতির তদন্তে বনমন্ত্রী ও প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের জেল হেফাজত হলো।

Advertisements

রবিবার জ্যোতিপ্রিয় মল্লিক ইডি হেফাজতে নিজের মৃত্যুর আশঙ্কা করছেন। গত কয়েকদিনে তাকে বেশ চনমনেই দেখা গিয়েছিল। নিজেই জানিয়েছিলেন আগামী ১৩ নভেম্বর তাকে ব্যাঙ্কশাল কোর্টে তোলার পর সবটা পরিষ্কার হয়ে যাবে। আত্মবিশ্বাসের সাথে বলেছেন মুখ্যমন্ত্রী সব জানেন। চারদিন পরই তিনি মুক্ত। তার রবিবার সেই মনের জোর আজ দেখা যায়নি। তবে জেল হেফাজত হয়েছে শুনে জ্যোতিপ্রিয় বলেন আমি ইডি থেকে মুক্ত হলাম।