যে মুহূর্তে দলীয় সাংসদ নুসরত জাহান ইডি জেরার মুখোমুখি ঠিক তখনই এয়ারপোর্টে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী বিদেশমুখী। তিনি বিমানবন্দরে বিশ্ব বাংলা স্টলে গিয়ে একটি দুর্গামূর্তিতে টিপ আঁকলেন। মুখ্যমন্ত্রী মমতা কবি ও একজন চিত্র শিল্পী হিসেবে পরিচিত। তাঁর আঁকা ছবি সারদা কর্তা সুদীপ্ত সেন কিনেছিলেন। পরে তিনি সারদা আর্থিক কেলেংকারিতে জড়িয়ে জেলে আছেন। শিল্পী মমতা বিভিন্ন সময়ে ছবি এঁকে ঝড় তুলে দেন। যেমন এবার বিমান বন্দরে তিনি দুর্গামূর্তির কপালে টিপ আঁকলেন।
মুখ্যমন্ত্রীর দফতর সূত্রে খবর, আন্তর্জাতিক লগ্নি টানতে মমতা বন্দ্যোপাধ্যায় সংযুক্ত আরব আমিরশাহির শহর দুবাই ও স্পেনে সফর করছেন। তিনি মঙ্গলবার রওনা হলেন। এদিনই তাঁর দলীয় সাংসদ নুসরত জাহানকে ফ্ল্যাট দুর্নীতির তদন্তে জেরায় ডেকেছে ইডি। জেরায় হাজিরা দেন বসিরহাটের সাংসদ। তবে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। আর মুখ্যমন্ত্রী নিজে নুসরত জাহানের জেরা নিয়ে অসন্তুষ্ট।
সাংসদ নুসরত জাহানকে নিয়ে ওঠা আর্থিক প্রতারণার অভিযোগ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অভিযোগ করার আগেই মিডিয়া ট্রায়াল করে দিচ্ছেন? আগে দেখুন অভিযোগ সত্যি কিনা। সাংসদ নুসরত্র বিরুদ্ধে ২৪ কোটি টাকা প্রতারণার অভিযোগ নিয়ে ইডির দ্বারস্থ হন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা।
অভিযোগ, প্রথমে ২ কামরার ফ্ল্যাট দেওয়ার নাম করে ৫০০ জনের কাছ থেকে টাকা তোলা হয়েছিল। পরে সময়ে পেরিয়ে গেলেও ফ্ল্যাট পাননি ব্যাঙ্কের কর্মীরা। পরে তাঁদের হিডকোর একটি জমি দেখিয়ে বলা হয়, সেখানে তিন কামরার ফ্ল্যাট দেওয়া হবে। কিন্তু তারপরও ফ্ল্যাট পাননি। প্রতারিত হয়েছেন বুঝতে পেরেই প্রতারিতরা অভিযোগ করেন, নুসরত প্রতারণার টাকায় নিজে পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাট কিনেছেন। প্রতারিতদের অভিযোগ, প্রথমে গড়িয়াহাট থানায় অভিযোগ করলেও পুলিশ মামলা নেয়নি। আলিপুর আদালতে গিয়ে মামলা ফাইল করা হয়। সেই মামলাতেই ইডি ডেকেছে নুসরতকে।
মুখ্যমন্ত্রী বিদেশ সফরে যাওয়ার আগে নিয়োগ দুর্নীতির তদম্তে ইডি জেরার ডাক পেয়েছেন তৃৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এতেও রুষ্ঠ মমতা।