জঙ্গিপুরে জখম ৫ শিশু, রিপোর্ট তলব শিশু সুরক্ষা কমিশনের

পঞ্চায়েত ভোটের আগে মুর্শিদাবাদের জঙ্গিপুরে বোমা বিস্ফোরণে জখম হয় ৫ শিশু। সেই ঘটনায় এবার রাজ্যের মুখ্যসচিবের কাছে রিপোর্ট তলব করল জাতীয় শিশু সুরক্ষা কমিশন ।…

পঞ্চায়েত ভোটের আগে মুর্শিদাবাদের জঙ্গিপুরে বোমা বিস্ফোরণে জখম হয় ৫ শিশু। সেই ঘটনায় এবার রাজ্যের মুখ্যসচিবের কাছে রিপোর্ট তলব করল জাতীয় শিশু সুরক্ষা কমিশন ।

Advertisements

১৯ জুন, সোমবার ঘটনাটি ঘটে ফরাক্কার উত্তর ইমাম নগরের মাঠপাড়া এলাকায়। অভিযোগ ওঠে, খোলা জায়গায় পড়েছিল বোমাগুলি। বল ভেবে তা নিয়ে খেলতে যায় শিশুরা। তখনই হয় বিস্ফোরণ।

   

সকাল এগারোটা নাগাদ এই ঘটনা ঘটে। বোমা বিস্ফোরণে গুরুতর আহত হয় আরিয়ান শেখ (৮), দাউদ শেখ (১০), আসাদুল শেখ (৭), সুভান শেখ (১১), ইমরান শেখ (৯)। সূত্রের খবর, প্রত্যেকেই স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র । আহত শিশুদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাদের চিকিৎসা শুরু হয়।

এখন প্রশ্ন উঠছে, খোলা জায়গায় বোমা এল কীভাবে? এই ঘটনার নেপথ্যেই বা কারা?

এ বিষয়ে জানতে জাতীয় শিশু সুরক্ষা কমিশনের একটি ফ্যাক্ট ফাইন্ডিং টিম জঙ্গিপুর আসতে চায়। পঞ্চায়েত নির্বাচনের প্রক্রিয়া চলছে তাই বিধি-নিষেধে তারা আসতে পারছেন না।

এই অবস্থায় জঙ্গিপুর যাওয়ার অনুমতি চেয়ে রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে জাতীয় শিশু সুরক্ষা কমিশন।