C V Anand Bose: মধ্যরাতে কী করবেন রাজ্যপাল? রাজভবনে দৌড়লেন মুখ্যসচিব

C V Anand Bose: মধ্যরাতে কী করবেন রাজ্যপাল? রাজভবনে দৌড়লেন মুখ্যসচিব। ‘ভ্যাম্পায়ার’ আতঙ্কে রাজ্য সরকার। মাঝ রাতে দেখুন কী করি এমন বলেছেন রাজ্যপাল। এরপর রাজ্যপালকে…

C V Anand Bose: মধ্যরাতে কী করবেন রাজ্যপাল? রাজভবনে দৌড়লেন মুখ্যসচিব। ‘ভ্যাম্পায়ার’ আতঙ্কে রাজ্য সরকার। মাঝ রাতে দেখুন কী করি এমন বলেছেন রাজ্যপাল। এরপর রাজ্যপালকে কটাক্ষ করে ভ্যাম্পায়ারের সাথে তুলনা করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এই পরিস্থিতিতে নবান্ন ও রাজভবন সংঘাত তীব্র। রাজভবনে জরুরি ভিত্তিতে গেলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।

মুখ্যসচিবের রাজভবনে যাওয়ার পর পরিস্থিতি আরও জটিল বলে মনে করা হচ্ছে। কারণ, রাজ্যপাল মাঝরাতে কী করবেন তা নিয়ে বিতর্ক তুঙ্গে। রাজ্যে কি সাংবিধানিক কোনও সংকট তৈরি হতে পারে? উঠছে এই প্রশ্ন। 

রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে অন্তবর্তীকালীন উপাচার্য নিয়োগ ঘিরে আচার্য তথা রাজ্যপালের সাথে রাজ্য সরকারের সংঘাত তীব্র। সি ভি আনন্দ বলেছেন, অপেক্ষা করুন। দেখুন মধ্যরাতে কী পদক্ষেপ নিই। তাঁর হুঁশিয়ারিতে রাজ্য সরকারের অন্দর মহলে তীব্র আলোড়ন পড়েছে। এই হুঁশিয়ারির পরেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কটাক্ষ করে ‘ভ্যাম্পায়ার’ শব্দ উল্লেখ করেন। এতে বিতর্ক আরও বেড়েছে। রাজ্যপাল কী করতে চান মধ্য রাতে? এই প্রশ্নে আলোড়িত রাজ্যবাসী।

মু়খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় নে়ই। তিনি রাষ্ট্রপতির আমন্ত্রণে দিল্লিতে আছেন। সেখানে জি ২০ শিখর সম্মেলন উপলক্ষে নৈশভোজে মমতা ও প্রধানমন্ত্রী মোদীর সাক্ষাত হবে। এই সময় মমতা ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাতও হবে। সূত্রের খবর তিনিও উদ্বেগে আছেন। 

রাজ্যপালের হুঁশিয়ারিকে কটাক্ষ করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাঁর কটাক্ষ, শহরে নতুন ভ্যাম্পায়ার, সবাই সাবধানে থাকুন। ভারতীয় পুরাণ অনুযায়ী এখন রাক্ষস প্রহরের অপেক্ষায় আছি। তবে রাজ্যপালের হুঁশিয়ারি ঘিরে সরকারের অন্দরে কী জানি কী হয় চিন্তা। রাজভবন ও নবান্ন সংঘাত চরমে।