Mamata Banerjee: কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ধর্না মিছিলের ডাক মুখ্যমন্ত্রীর

আদালতের নির্দেশ যে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও বাতিল হয়ে গেছে। সেই কর্মসূচি বাতিল হওয়ার পর ধর্না মিছিলের ডাক মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “আগামী ৬ই…

আদালতের নির্দেশ যে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও বাতিল হয়ে গেছে। সেই কর্মসূচি বাতিল হওয়ার পর ধর্না মিছিলের ডাক মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “আগামী ৬ই আগস্ট রাজ্যের প্রতিটি ব্লকে ব্লকে হেডকোয়ার্টারে তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে, কেন্দ্রীয় সন্ত্রাসের প্রতিবাদে, কেন্দ্রীয় অত্যাচারের প্রতিবাদে, দলিতদের উপর অত্যাচারের প্রতিবাদে সমস্ত ইস্যুকে একত্র করে দাঙ্গাবাজদের বিরুদ্ধে আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস বেলা বারোটা থেকে চারটা পর্যন্ত ধর্না করবে প্রতিটি ব্লকে। এটি একটি পলিটিক্যাল প্রোগ্রাম বাংলার প্রতিটি ব্লকে ব্লকে এই প্রোগ্রাম হবে। কলকাতা শহরতলি সহ প্রত্যেক শহরের ওয়ার্ডে ওয়ার্ডে মিটিং মিছিল হবে”।

   

পশ্চিমবঙ্গের শাসক দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদাই কেন্দ্র সরকারকে একের পর এক নিশানা করেছেন। দেশ জুড়ে কেন্দ্রীয় বিরোধী INDIA জোটেরও সদস্য। এবার প্রেস কনফারেন্সে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ব্লক, ওয়ার্ডে মিছিল ও ধর্নার ডাক দিলেন।

এর আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পরে অভিযোগ এনেছে কেন্দ্রের বিরুদ্ধে। মনিপুর প্রসঙ্গে বহুবার তোপ ছুড়েছে মোদী সরকারকে। এবার মুখ্যমন্ত্রীর কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদের সুরে রাজনৈতিক মহলে উত্তাপ ছড়িয়েছে।

একুশ জুলাই সমাবেশ থেকে তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যে বিজেপি নেতা সমর্থকদের গণ ঘেরাও ডাক দিয়েছিলেন। এর জেরে মামলা হয়।