Mamata Banerjee: মমতার কাঁধে মাংসপিন্ড অপারেশন, কী বললেন চিকিৎসকরা

মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) কাঁধে অপারেশন হলো। তিনি সুস্থ আছেন। তাঁর কাঁধে একটি মাংসপিন্ড ধরা পড়েছিল। সেটি ম্যালিগন্যান্ট নয় নিশ্চিত হয়ে চিকিৎসকরা অপারেশন করেছেন।     হাসপাতাল…

Mamata Banerjee

short-samachar

মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) কাঁধে অপারেশন হলো। তিনি সুস্থ আছেন। তাঁর কাঁধে একটি মাংসপিন্ড ধরা পড়েছিল। সেটি ম্যালিগন্যান্ট নয় নিশ্চিত হয়ে চিকিৎসকরা অপারেশন করেছেন।

   

হাসপাতাল সূত্রে খবর, শুক্রবার বিকাল ৪টে নাগাদ অস্ত্রোপচার সফল হয়েছে। মুখ্যমন্ত্রীর ডান কাঁধে মাংসপিণ্ডের অস্ত্রোপচার হয়। তিনি সুস্থ আছেন।

শুক্রবার এসএসকেএম হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ সফরের সময় জুন মাসে পায়ে চোট পান মুখ্যমন্ত্রী। এরপর থেকে একাধিকবার এসএসকেএমে এসেছেন তিনি। শুক্রবার হাসপাতালের সামনে গাড়ি থেকে নেমে তিনি বলেন, “সব ঠিক আছে। একটু চেক আপ করতে এসেছি। সময় পাই না। তাই এলাম। পরীক্ষানিরীক্ষা করব।” আর বিকেলের পর হাসপাতাল কর্তৃপক্ষ জানায় মুখ্যমন্ত্রীর কাঁধে একটি অপারেশন করে ছোট মাংসপিন্ড কেটে দেওয়া হয়েছে।