Mamata Banerjee: ঈদের অনুষ্ঠান থেকে রাজনৈতিক বার্তা মমতার, বললেন ‘ভরসা রাখুন’

ঈদ উপলক্ষে কলকাতায় রেড রোডের নমাজ পাঠে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) মমতা বন্দ্যোপাধ্যায় সেই অনুষ্ঠান থেকেই রাজনৈতিক বার্তা দিলেন। সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের প্রতি তাঁর…

short-samachar

ঈদ উপলক্ষে কলকাতায় রেড রোডের নমাজ পাঠে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) মমতা বন্দ্যোপাধ্যায় সেই অনুষ্ঠান থেকেই রাজনৈতিক বার্তা দিলেন। সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের প্রতি তাঁর বার্তা ভরসা রাখুন। রাজনৈতিক মহল মনে করছে, সম্প্রতি সাগরদিঘির মতো সংখ্যালঘু অধ্যুষিত আসনে হার ও বিভিন্ন জেলায় সংখ্যালঘুদের তৃণমূল ত্যাগ করে বাম শিবিরে যোগদানে চিন্তিত মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি ঈদের অনুষ্ঠানে তাই ভরসা রাখার কথা বলেছেন।

   

শনিবার সকালে রেড রোডে ঈদ অনুষ্ঠানে অংশ নেন মুখ্যমন্ত্রী  এবং তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠান থেকে মু়খ্যমন্ত্রী  মমতা বলেন, প্ররোচনায় পা দেবেন না। বাংলায় যাতে অশান্তি হয় তার চেষ্টা করছে বিজেপি সরকার। কোনও ভাবে বাংলায় অশান্তি বরদাস্ত করব না।

তিনি সরাসরি বিজেপিকেই নিশানা করেন। বিজেপির বিরুদ্ধে সংবিধান এবং ইতিহাস বদলানোর অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এরা যা খুশি করছে। তার পর এনআরসি আনার কথা বলেছে। কিন্তু আমি ও সব কিছু হতে দেব না। আমি মাথা ঝোঁকাব না। ভরসা রাখুন।