বিজেপির মহিলা মোর্চার স্বাস্থ্যভবন ঘেরাও কর্মসূচি ঘিরে ধুন্ধুমার

ডেঙ্গুর দাপট বেড়েই চলেছে শহর কলকাতা থেকে শুরু করে জেলায়-জেলায়। তারই প্রতিবাদে আজ শুক্রবার স্বাস্থ্যভবন ঘেরাও কর্মসূচি ছিল বিজেপির। সেই মত স্বাস্থ্যভবন চত্ত্বরে বিক্ষোভ দেখায়…

ডেঙ্গুর দাপট বেড়েই চলেছে শহর কলকাতা থেকে শুরু করে জেলায়-জেলায়। তারই প্রতিবাদে আজ শুক্রবার স্বাস্থ্যভবন ঘেরাও কর্মসূচি ছিল বিজেপির। সেই মত স্বাস্থ্যভবন চত্ত্বরে বিক্ষোভ দেখায় বিজেপির মহিলা মোর্চার সদস্যরা। রীতিমত রণক্ষেত্রের চেহারা নেয় স্বাস্থ্যভবন চত্ত্বর। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি বেঁধে যায়।

স্বাস্থ্যভবনের সামনে থাকা গার্ডরেল সরিয়ে দেন মহিলা মোর্চার কর্মীরা। এরপর তাদের একাংশ স্বাস্থ্যভবনের দিকে যাওয়া শুরু করেন। কিন্তু পুলিশের তরফে আটকে দেওয়া হয়, আর তখনই পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি বেঁধে যায়। বিক্ষোভকারীরা ‘জয় শ্রী রাম’ এবং অন্যান্য স্লোগান দিতে থাকেন। পুলিশের সঙ্গে বিজেপি মহিলা মোর্চার সমর্থকদের রীতিমত ধস্তাধস্তি শুরু হয়।

দুর্গা পুজোর আগে কলকাতা ও বিভিন্ন জেলায় ভয়াবহ আকার নিচ্ছে ডেঙ্গু। পঞ্চায়েতের এলাকার পরিস্থিতি আশঙ্কার। সাত জেলাকে ডেঙ্গু হটস্পট চিহ্নিত করা হয়েছে। এই জেলাগুলির মধ্যে ছটি হলো দক্ষিণবঙ্গের- নদিয়া, উত্তর ২৪ পরগণা, মুর্শিদাবাদ, কলকাতা, হুগলি, হাওড়া। আর উত্তরবঙ্গের ডেঙ্গু আক্রান্ত জেলা হল মালদা। বাংলায় ডেঙ্গুর দাপট বাড়ছে। পরিস্থিতি মোকাবিলা করতে পুরসভার কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।

ভয়াবহ আকার ধারণ করছে (Dengue) ডেঙ্গু। পরিস্থিতি নিয়ে চিন্তিত কলকাতা পুরসভা। বিভিন্ন হাসপাতালে বেড বাড়াচ্ছে পৌরসভা।হাসপাতালে ৩০০ বেডের ব্যবস্থা করছে কলকাতা পুরসভা। ডেঙ্গু মোকাবিলার জন্য কলকাতা পুরসভার তরফ থেকে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে। দক্ষিণ কলকাতার বিজয়গড় এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে প্রচুর মশার লার্ভা মিলেছে। যার ফলে গোটা এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।