ইতিহাস গড়ার পথে চন্দ্রিমা, মমতার পর ফের এক মহিলা পেশ করবেন বাজেট

শুক্রবার বিধানসভায় বাজেট পেশ করবেন অর্থ দফতরের স্বাধীন প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। জানা গিয়েছে, এদিন দুপুরের বিধানসভায় হবে রাজ্য বাজেট পেশ। অনুমান করা হচ্ছে, এবারের বাজেটে…

শুক্রবার বিধানসভায় বাজেট পেশ করবেন অর্থ দফতরের স্বাধীন প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। জানা গিয়েছে, এদিন দুপুরের বিধানসভায় হবে রাজ্য বাজেট পেশ।

অনুমান করা হচ্ছে, এবারের বাজেটে স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক সামাজিক প্রকল্প গুরুত্ব পাবে। সেইসঙ্গে আগামী দিনে শিল্পায়ন ও কর্মসংস্থান রাজ্য সরকারের লক্ষ্য বলে খবর। এমনকি পরিকাঠামো তৈরিতেও বাজেটে জোর দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে।

   

প্রসঙ্গত, এর আগে ২০২১ সালে তত্কালীন অর্থমন্ত্রী অমিত মিত্র অসুস্থ থাকায় বাজেট পেশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। এরপর ২০২২ সালে আরও এক মহিলা বাজেট পেশ করবেন আজ।

Advertisements

চন্দ্রিমা ভট্টাচার্য নগরোন্নয়ন বিভাগের দায়িত্বে ছিলেন এবং গত মে মাসে রাজ্যে তৃতীয়বারের মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শপথ নেওয়ার পর থেকে অর্থ প্রতিমন্ত্রীও ছিলেন। চন্দ্রিমা স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে তাঁর পদোন্নতিকে মুখ্যমন্ত্রীর কাছ থেকে নারী দিবসে রাজ্যের মহিলাদের জন্য “সেরা উপহার” হিসাবে বর্ণনা করেন।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News