Weather: দীর্ঘ দহন থেকে মুক্তি! আজ এবং আগামী কালবৈশাখীর পূর্বাভাস

অবশেষে শেষ হতে চলেছে তীব্র দহন জ্বালা। বাংলা জুড়ে ধেয়ে আসছে চলছে প্রবল কালবৈশাখী। সোমবার বিকেল থেকেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিস থেকে।…

অবশেষে শেষ হতে চলেছে তীব্র দহন জ্বালা। বাংলা জুড়ে ধেয়ে আসছে চলছে প্রবল কালবৈশাখী। সোমবার বিকেল থেকেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিস থেকে। হাওয়া অফিস থেকে আরও জানা গিয়েছে সোমবার সারাদিন আকাশ মেঘলা থাকবে। এর ফলে কিছুটা হলে আর্দ্রতা জনিত পরিবেশ বজায় থাকবে। তবে বিকেলের দিক থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে বলে জানা যাচ্ছে। বিকেল থেকেই রাজ্যের বেশ কতগুলো জেলায় কালবৈশাখীর পূর্বাভাস দেওয়া হয়েছে। জানা গিয়েছে প্রায় ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

সূত্র মারফৎ জানা গিয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে কালবৈশাখীর সম্ভাবনা প্রবল। ভারী বৃষ্টি হবে নদিয়া মুর্শিদাবাদ এবং বীরভূমে। সাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢুকছে যার ফলে বৃষ্টিপাতের সম্ভবনা প্রবল। শুধু সোমবার নয়, আগামীকাল অর্থাৎ মঙ্গলেও প্রবল ঝড় বৃষ্টির সম্ভবনা। রয়েছে কালবৈশাখীর পূর্বাভাস। সোমবার থেকে বুধবার-এই তিনদিনে ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। বৃষ্টির কারণে তাপমাত্রা কমে স্বাভাবিকের কাছে চলে আসবে পারদ। রাজ্যে আর কোথাও তাপপ্রবাহের সম্ভাবনা নেই।

   

এছাড়াও হাওয়া অফিস থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে যে বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাব রয়েছে যার ফলে সমুদ্র উত্তাল থাকবে। সমুদ্র উপকূল ও সমুদ্রের মধ্যে ৪৫ থেকে ৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া থাকবে। সমুদ্রের জলোচ্ছ্বাসের সতর্কতা জারি করা হয়েছে। দীঘা থেকে বকখালি সমুদ্রে জলোচ্ছ্বাস হতে পারে জোয়ারের সময়। বাংলার উপকূলে মৎস্যজীবীদের সোমবার থেকে বুধবার সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর।