ভোটারদের মধ্যে আস্থা বাড়াতে নিবার্চনের দিন ঘোষণার আগে রাজ্যে আসছে আধাসেনা

কলকাতা: ইতিমধ্যে ভোটের আবহ তৈরি হয়ে গিয়েছে বাংলায়৷ প্রতিটি রাজনৈতিক দল নিজেদের খুঁটি সাজাতে অপ্রকাশিতভাবে প্রচারে নেমে পড়েছে৷ একদিকে যেমন এরাজ্যের মুখ্যমন্ত্রী জেলায় জেলায় সফর…

কলকাতা: ইতিমধ্যে ভোটের আবহ তৈরি হয়ে গিয়েছে বাংলায়৷ প্রতিটি রাজনৈতিক দল নিজেদের খুঁটি সাজাতে অপ্রকাশিতভাবে প্রচারে নেমে পড়েছে৷ একদিকে যেমন এরাজ্যের মুখ্যমন্ত্রী জেলায় জেলায় সফর শুরু করে দিয়েছেন, অন্যদিকে মার্চ মাসে ৭ তারিখ এরাজ্যে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷

যদিও ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা করেনি নির্বাচন কমিশন৷ তাই কবে থেকে শুরু হবে লোকসভা নির্বাচন সেই বিষয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি৷ এরই মধ্যে রাজ্যে আসতে চলেছে কেন্দ্রীয় বাহিনী৷ ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে চলতি মাসেই বাহিনী পৌঁছে যাবে বলে সূত্র মারফত জানা গিয়েছে৷

এতো তাড়াতাড়ি কেন্দ্রীয় বাহিনীর আসার কারণ হিসেবে জানা গিয়েছে, মূলত ভোটারদের মধ্যে আস্থা বাড়াতে কমিশন কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসছে৷ ফেব্রুয়ারি মাসের শেষের দিকে বাহিনী আসতে পারে বলে সূত্রের খবর৷ ২০১৯ সালে রাজ্যে ৭৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল৷ এবার ২০২৪-এর লোকসভা নির্বাচনে তার থেকেও বেশি বাহিনী মোতায়েন করা হতে পারে বলে সূত্র মারফত জানা গিয়েছে৷ বাংলার জন্য চাওয়া হয়েছে ৯২০ কোম্পানি সিএপিএফ বাহিনী৷