অনু্ব্রতকে জালে তুলতেই CBI কর্তা কলকাতায়, তৃণমূলে প্রবল ভয়

কলকাতা হাইকোর্টের নির্দেশে শিক্ষাক্ষেত্রে একাধিক দুর্নীতিতে তদন্তে নেমেছে সিবিআই৷ এরই মধ্যে গরু পাচার কান্ডেও তদন্তে তৎপরতা বাড়াতে চায় সিবিআই আধিকারিকরা৷ তাই দিল্লি থেকে কলকাতায় এলেন…

CBI raids house of former chief minister Lalu Prasad Yadav in recruitment corruption case

কলকাতা হাইকোর্টের নির্দেশে শিক্ষাক্ষেত্রে একাধিক দুর্নীতিতে তদন্তে নেমেছে সিবিআই৷ এরই মধ্যে গরু পাচার কান্ডেও তদন্তে তৎপরতা বাড়াতে চায় সিবিআই আধিকারিকরা৷ তাই দিল্লি থেকে কলকাতায় এলেন অ্যাডিশনাল ডিরেক্টর অজয় ভাটনগর৷ ছুটির দিনে নিজাম প্যালেসে চলল দীর্ঘ সময়ের বৈঠক৷

সিবিআইয়ের তদন্তের গতিবিধি নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট। বারবার আদালতের কাছে সিবিআইয়ের বক্তব্য ছিল, লোকসংখ্যা কম হওয়ার কারণে একাধিক মামলার তদন্তে পেরে উঠতে পারছে না সিবিআই৷ এখন দিল্লি থেকে সিবিআই কর্তারা হাজির হচ্ছেন কলকাতায়৷

সূত্রের খবর, কিছুদিন আগেই গোরু পাচারকান্ডে তদন্তে নেমে অনুব্রত ঘনিষ্ঠদের বাড়িতে চলে সিবিআই-ইডির জোড়া অভিযান৷ এরপরেই নয়া চার্জশিটে ৬০ দিন ধরে হেফাজতে নেওয়া অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনের নাম উল্লেখ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এখন নতুন করে কী রণনীতি রয়েছে সিবিআইয়ের সেটা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে।

সোমবার সিবিআইয়ের হাজিরা এড়িয়ে যাওয়ার পর আগামীকাল অনুব্রতকে তলব এসেছে। দুই সিবিআই কর্তা সেই বার্তা অনুব্রতর বোলপুরের বাড়িতে পৌঁছে দিয়েছে৷ তাতেই ফের নাভিশ্বাস অনুব্রতর৷ রাত পোহালেই গ্রেফতার হতে হবে তাঁকে? এমনই আতঙ্কে তৃণমূল। একেবারে আটঘাঁট বেঁধেই নামছেন তদন্তকারীরা। তৈরি হচ্ছে কঠিন প্রশ্নপত্র। বোলপুরের অলিতে গলিতে শুরু আলোচনা।