গরু পাচার মামলায় সিবিআই পেয়েছে নতুন তথ্য। আর সেই মর্মেই অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সহেগল হোসেনকে জেরা করতে চায়। জানা গিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আগামী সপ্তাহেই তেহার সংশোধনাগারে গিয়ে সহেগলকে জেরা করতে চলেছে সিবিআই।
কিছুদিন আগে সিবিআই কয়েকজন শুল্ক দফতরের আধিকারিককে জিজ্ঞাসাবাদ করেছে গরু পাচার মামলায়। জিজ্ঞাসাবাদের সময় অনেক নতুন তথ্য উঠা আসে। গরু পাচার মামলার এফআইআরে বলা হয়েছে বিএসএফ ও শুল্ক দফতরের একাংশের সাহায্যেই গরু পাচার মামলা চলেছে।
বিএসএফ কম্যান্ড্যান্ট সতীশ কুমার ও তার পরেবারের সদস্যদের বিরুদ্ধে চার্জশিট গঠন করে সিবিআই। শুল্ক দফতরের আধিকারিককে জিজ্ঞাসাবাদ করা একাধিক গুরুতবপূর্ণ তথ্যের হদিশ পায গোয়েন্দা সংস্থা।
আসানসোল বিশেষ সিবিআই আদালতে সিবিআই সহেগল হোসেনকে জেরা করার অনুমতি চেয়ে আবেদন করেছে। আদালত জেরা করার অনুমতি দিয়েছে।
২০২২ সালের জুন মাসে সিবিআই সহেগলকে গ্রেফতার করে। ইডি একই মামলায় সহেগলকে তাদের হেফাজতে নেয়। ইডি হেফাজন শেষ হওয়ার পর সহেগল রয়েছেন তিহার সংশোধনাগারে।