Shahjahan Sheikh: ‘তৃণমূল বাঘ’ শাহজাহানকে খুঁজে দিক সিবিআই! আদালতে ইডির আবেদন

সন্দেশখলির ঘটনা নিয়ে যখন চাপানউতোর চলছে, সেই আবহে ঘটনার প্রায় ১০ দিন পর ‘খোঁজ মিলল’ সন্দেশখালির শেখ শাহজাহানের (Shahjahan Sheikh)। সোমবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ…

Seikh Sahajahan

সন্দেশখলির ঘটনা নিয়ে যখন চাপানউতোর চলছে, সেই আবহে ঘটনার প্রায় ১০ দিন পর ‘খোঁজ মিলল’ সন্দেশখালির শেখ শাহজাহানের (Shahjahan Sheikh)। সোমবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন তিনি। আইনজীবী মারফত শাহজাহান হাই কোর্টকে জানান, তিনি সন্দেশখালির মামলায় যুক্ত হতে চান। তাঁর বিরুদ্ধেই সন্দেশখালিতে গ্রামবাসীকে উস্কানি দেওয়ার অভিযোগ এনেছিল ইডি।

রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানান, ওই ঘটনায় চার জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তের জন্য একটি ‘সুপারভিশন টিম’ বা তত্ত্বাবধান দল গঠন করা হয়েছে। তদন্তে নজরদারির জন্য ওই দলে রয়েছেন এসডিপিও, ডিএসপি এবং সার্কুলার ইন্সপেক্টর। সোমবার শুনানির সময় শেখ শাহাজাহানের আইনজীবীকে বিচারপতি জয় সেনগুপ্ত জানতে চান, কেন শেখ শাহজাহান আত্মসমর্পণ করছেন না? এরপরই এই মামলায় কেস ডায়েরি তলব করল আদালত, আগামী কাল, মঙ্গলবার ফের শুনানি। সন্দেশখালির ঘটনায় রাজ্য পুলিশের তদন্তে সংশয় প্রকাশ বিচারপতি জয় সেনগুপ্তর। রাজ্য এখনো ন্যাজাট থানার তদন্তে ভরসা রাখছে কি করে? প্রশ্ন বিচারপতির। তিনি জানতে চান, ‘এফআইআর দায়ের হওয়ার পরে বাড়ি সিল করেননি কেন? খুনের চেষ্টার ধারায় মামলা রুজু হওয়া উচিত ছিল।

উল্লেখ্য, গত ৫ জানুয়ারি সন্দেশখালির নেতা শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে গ্রামবাসীদের হাতে আক্রান্ত হন ইডির আধিকারিকেরা। ওই ঘটনায় জখম হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তিন ইডি কর্তাকে। এ নিয়ে পরে মামলাও হয় কলকাতা হাই কোর্টে। ঘটনাটির সিবিআই তদন্ত চেয়ে হাই কোর্টে মামলা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সোমবার সেই মামলাতেই বিচারপতি জয় সেনগুপ্তের দৃষ্টি আকর্ষণ করেন শাহজাহানের আইনজীবী। তিনি বলেন, তাঁর মক্কেলও ওই মামলায় যুক্ত হতে চান।