Anubrata Mondal: সিবিআই ছুটবে অনুব্রতর কেবিনে দেখবে রিপোর্ট, টিএমসি মহলে শঙ্কা

নিজাম প্যালেসের সিবিআই অফিসারদের টিম আইনজীবীদের নিয়ে ছুটতে পারে অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) নাগাল পেতে। এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডের কেবিনের সামনে গিয়ে খতিয়ে দেখবে মেডিকেল…

নিজাম প্যালেসের সিবিআই অফিসারদের টিম আইনজীবীদের নিয়ে ছুটতে পারে অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) নাগাল পেতে। এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডের কেবিনের সামনে গিয়ে খতিয়ে দেখবে মেডিকেল রিপোর্ট।

এদিকে সিবিআইয়ের দল হানা দিতে পারে এসএসকেএমে এমন সংবাদে আরও চাঞ্চল্য তৃণমূল কংগ্রেসের অন্দরে। তাদের অবস্থান ঠিক কী তা নিয়েও প্রশ্ন। জানা গিয়েছে, বীরভূম জেলা টিএমসির সভাপতি অনুব্রতর মণ্ডলের আইনজীবীরা নিজাম প্যালেসে গিয়ে মক্কেলের শারীরিক পরিস্থিতি নিয়ে সব জানাবেন। তিনি যে বুধবার হাজিরা দিতে পারবেন না তাই তুলে ধরা হবে।

   

তবে এতে সিবিআই নরম হবে নাকি এ নিয়েও প্রশ্ন। সিবিআই এক্ষেত্রে নিজেদের মেডিকেল টিম ও আইনজীবী নিয়ে যেতে পারেন।

প্রাথমিকভাবে খবর এসেছে, গোরু পাচার মামলায় হাজিরা দিতে কলকাতায় এলেও অনুব্রত মণ্ডল বুধবার ভোরে অসুস্থ হয়ে পড়েন। এরপর তাঁকে এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে আনা হয়। এর আগে যতবার তাকে হাজিরার নির্দেশ পাঠানো হয়, ততবারই তিনি অসুস্থ হন। তবে আদালত তার রক্ষাকবচ আবেদন খারিজ করেছে।