স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে অগ্রগতি সম্পর্কে ১০ জুনের মধ্যে আদালতকে অবগত করাতে হবে। তাই তদন্তের গতি বাড়াতে তৎপর হয়েছে সিবিআই। এর জন্য মামলাকারীদের ডেকে নথি তলব করেছে সিবিআই।
সিবিআই তলব করেছে, অনিন্দিতা বেরা এবং সাবিনা ইয়াসমিনকে। একইসঙ্গে মন্ত্রী পরেশ অধিকারীরকে যে মামলায় তলব করা হয়েছিল সেই মামলার মামলাকারী ববিতাকে তলব করা হয়েছে।
আইনজীবীরা জানাচ্ছেন, সবটাই আদালতের প্রত্যক্ষ নির্দেশে হয়েছে। সিঙ্গেল বেঞ্চের রায়ে ডিভিশন বেঞ্চ মান্যতা দেওয়ার কারণে আরও মজবুত হয়েছে বিষয়টি। ইতিমধ্যেই সিবিআইয়ের হাত থেকে রক্ষা পেতে সুপ্রিম কোর্টে লিভ পিটিশন দায়ের করেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু ত্রুটি থাকার কারণে মামলা গৃহীত হয়নি।
এদিকে গতি বাড়িয়ে সমস্ত কাজ সেরে ফেলতে চায় সিবিআই।
আগামী ৭ দিন থেকে ১০ দিনের মধ্যে তলব করা হয়েছে ববিতা সরকারকে। গ্রুপ ডি নিয়োগ মামলায় ৬০৯ জনের বেআইনি নিয়োগের বিষয়েও সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। ১৫ নিয়োগ ফাঁকা ওএমআর শিট জমা দিয়ে করানো হয়েছে। বোর্ড মিটিং ছাড়াই ওএমআর শিট মূল্যায়ন করা সংস্থা বদল করা হয়েছে। একইসঙ্গে গ্রুপ সি নিয়োগেও দুর্নীতির কথা সামনে আসে। বাগ কমিটির অনুসন্ধান রিপোর্টে অনুযায়ী, ৩৮১ বেআইনি নিয়োগ হয়েছে। যার মধ্যে ২২২ পরীক্ষায় না বসেই চাকরি পেয়েছে।
সূত্রের খবর, সব মামলাকারীদের কাছ থেকেই নথি চেয়ে সিবিআই ফৌজদারি কার্যবিধির ৯১ নম্বর ধারা মেনে নোটিশ দিতে চায়। সহকারী শিক্ষক নিয়োগের নথি তলব মামলাকারীদের থেকে এবং শিক্ষক নিয়োগে দুর্নীতি খুঁজে বের করা সবথেকে বড় চ্যালেঞ্জ এখন সিবিআইয়ের সামনে।