Job Scam: নিয়োগ দুর্নীতির তদন্তে শিক্ষিকাকে জেরা করবে সিবিআই

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার পূর্ব বর্ধমানের কাটোয়ায় বিশেষ সূত্র পেয়েছে সিবিআই। কাটোয়া গার্লস স্কুলের প্রধান শিক্ষিকাকে তলব করল সিবিআই। তিনি জেরায় নিজাম প্যালেসে হাজির…

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার পূর্ব বর্ধমানের কাটোয়ায় বিশেষ সূত্র পেয়েছে সিবিআই। কাটোয়া গার্লস স্কুলের প্রধান শিক্ষিকাকে তলব করল সিবিআই। তিনি জেরায় নিজাম প্যালেসে হাজির হলেন। স্কুলের নিয়োগে ক্ষেত্রে বেনিয়ম করে যাঁরা চাকরি পেয়েছেন তাদের নিয়োগ কীভাবে হয়েছে তা জানতে এই শিক্ষিকাকে জেরায় ডাকল সিবিআই। বেআইনি নিয়োগে প্রধান শিক্ষিকাদের কি ভূমিকা ছিল তাও খতিয়ে দেখা হবে।

বেআইনিভাবে বেশ কিছুজনের চাকরির অভিযোগ উঠেছে। তাঁকে বেশ কিছুদিন আগে সিবিআই-এর তরফে তলব করা হয়েছিল। সেইমত আজ তিনি নিজাম প্যালেসে আসেন। সিবিআই আধিকারিকরা ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ পর্ব শুরু করেছে। তাকে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত করতে গিয়ে দেখা গিয়েছে যে বেশ কিছু ‘অযোগ্যদের’ চাকরি হয়েছে। বেআইনিভাবে একাধিক জনকে চাকরি দেওয়া হয়েছে। এমনই গুরুতর অভিযোগ ওঠে কাটোয়া গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে। যাদের ‘বেআইনিভাবে’ নিয়োগ করা হয়েছে, সেই বিষয়ে সমস্ত তথ্য নিয়েই প্রধান শিক্ষিকাকে আজ তলব করা হয়েছিল।

শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে রাজ্যের প্রাক্তন বিদ্যালয় শিক্ষা সচিব  ডি নিরিয়ালকে জেরা করেছে সিবিআই। তদন্তে উঠে এসেছে মণীশ জৈনের আগে ডি. নিরিয়াল পদে থাকা কালীন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছিল।, নিয়োগে বেনিয়ম করে চাকরি পাইয়ে দেওয়ার বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার বয়ান রেকর্ড করা হয়। নিয়োগ দুর্নীতি মামলায় নতুন তথ্য পেয়েছে সিবিআই।সেই তথ্যকে হাতিয়ার করেই কাটোয়া গার্লস স্কুলের প্রধান শিক্ষিকাকে জিজ্ঞাসাবাদে ডাকল সিবিআই।